বুধবার, ২৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

থুতু ফেললে হলুদ কার্ড!

করোনভাইরাসের কারণে সারা বিশ্বেই বড় ধরনের পরিবর্তন আসছে। ক্রীড়াবিশ্বও এর থেকে আলাদা নয়। ফুটবলারদের জন্য এক কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ফিফা। ম্যাচজুড়ে দৌড়ানোর ফলে শরীরের ঘাম আটকে রাখা যাবে না। কিন্তু থুতু ফেলার ব্যাপারে সতর্ক থাকতে হবে তাদেরকে। থুতু ফেলার অপরাধে ফুটবলারদের হলুদ কার্ড  দেওয়ার পরামর্শ দিলেন ফিফার মেডিকেল কমিটির প্রধান মাইকেল ডি’হগলে। তিনি বলেন, ‘থুতু ফেলা মোটেই স্বাস্থ্যকর নয়। তাই যখন ফুটবল আবার শুরু হবে, আমার মনে হয় আমাদের এটা এড়িয়ে চলার সর্বোচ্চ চেষ্টা করতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর