বুধবার, ২৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

৯১ খেলোয়াড়কে সহযোগিতা করলেন অধিনায়ক তামিম

ক্রীড়া প্রতিবেদক

৯১ খেলোয়াড়কে সহযোগিতা করলেন অধিনায়ক তামিম

করোনাভাইরাসের শুরু থেকেই অসহায়দের পাশে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এবার তিনি একাই দেশের বিভিন্ন ক্রীড়া ইভেন্টের ৯১ জন ক্রীড়াবিদের পাশে দাঁড়িয়েছেন। আর্থিকভাবে অসহায়-অসচ্ছল খেলোয়াড়দের বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েছেন।

তামিমকে এ কাজে সহযোগিতা করেছেন এসএ গেমসে সোনাজীয় সাঁতারু মাহফুজা খাতুন, বসুন্ধরা কিংসের তারকা ফুটবলার তৌহিদুল আলম সবুজ, ক্রিকেটার মিজানুর রহমান, কোচ হুমায়ূন কবির শাহীনসহ আরও অনেকে। এমন উদ্যোগের জন্য প্রশংসায় ভাসলেন তামিম।

তামিমের প্রশংসা করে তৌহিদুল আলম সবুজ মিডিয়াকে বলেছেন, ‘এক গেমসের খেলোয়াড় আরেক গেমসের খেলোয়াড়দের সাহায্য করতে আগে কখনো দেখিনি। আবার তিনি  নিজের নাম গোপন রাখতে চাচ্ছেন। বড় মনের মানুষ ছাড়া এগুলো করা যায় না।’
যদিও তিনি চেয়েছিলেন বিষয়টি গোপন রাখতে। তবে সহযোগিতা পাওয়া ক্রীড়াবিদরাই প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রীড়াবিদ বলেছেন, ‘তামিম ভাইয়ের এই উপকারের কথা আমি কখনোই ভুলবো না।’ তামিমের প্রশংসা করে তৌহিদুল আলম সবুজ মিডিয়াকে বলেছেন, ‘এক গেমসের খেলোয়াড় আরেক গেমসের খেলোয়াড়দের সাহায্য করতে আগে কখনো দেখিনি। আবার তিনি  নিজের নাম গোপন রাখতে চাচ্ছেন। বড় মনের মানুষ ছাড়া এগুলো করা যায় না।’ মাহফুজা বলেন, ‘তামিম ভাই গোপন রাখতে চাইলেও আমার মনে হয়েছে প্রকাশ করা উচিত। কারণ এতে অন্যরাও উৎসাহিত হবেন।’

সর্বশেষ খবর