বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

দুশ্চিন্তায় সালাহ

ক্রীড়া ডেস্ক

দুশ্চিন্তায় সালাহ

ক্যারিয়ারে অনেক দলে খেলেছেন। কিন্তু ইংলিশ জায়ান্ট লিভারপুলের জার্সি গায়ে চড়িয়ে তারকারখ্যাতি পেয়েছেন মিসরের মোহাম্মদ সালাহ। বিশ্বে ফুটবলে অন্যতম জনপ্রিয় তারকা তিনি। স্বপ্ন দেখছিলেন লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা জেতার। একেবারে ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছিল। ট্রফি জেতাটা তাদের সময় ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। লিগের শেষ পর্যায়ে এসে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে লিভারপুল ২২ পয়েন্টে এগিয়েছিল। তাদের আর ঠেকায় কে? ৩০ বছর পর শিরোপা কাছে এসেও উৎসবটা হবে কিনা তা নিয়ে চিন্তিত সালাহ। করোনাভাইরাসের কারণে ইউরোপের অন্যদেশের মতো ইংলিশ লিগও স্থগিত হয়েছে। ইংলিশ ফুটবল কর্তৃপক্ষ চাচ্ছে পুনরায় লিগ মাঠে নামিয়ে দ্রুত লিগ শেষ করা। কিন্তু সালাহর চিন্তা শেষ পর্যন্ত তা সম্ভব হবে কিনা।

তার দুশ্চিন্তা লিগ না হওয়া মানে নিশ্চিত শিরোপা ফসকে যাওয়া। সামনে এমন সুবর্ণ সুযোগ আসবে কি?

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর