শুক্রবার, ১ মে, ২০২০ ০০:০০ টা

মাঠে ক্রিকেট ফেরাতে মরিয়া বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

মাঠে ক্রিকেট ফেরাতে মরিয়া বিসিবি

পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, আমরা বলতে পারছি না কবে ক্রিকেট শুরু হবে। তবে আমরা চাই ক্রিকেট মাঠে ফিরুক। প্রিমিয়ার ক্রিকেটের আগে সব ধরনের ক্রিকেট ফিরুক মাঠে।’ সব ধরনের ক্রিকেট বলতে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকেই বুঝিয়েছেন

মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালি, ফ্রান্স কিংবা গ্রেট ব্রিটেনের মতো ভয়াবহ অবস্থা নয় বাংলাদেশের। আবার একেবারে ভালোও নয়। করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বিপর্যস্ত জনজীবন। বন্ধ সবধরনের খেলাধুলা। একে একে স্থগিত হয়েছে ক্রিকেট, ফুটবল, হকি, টেনিস, ভলিবলসহ সব খেলাধুলা। মরণঘাতী করোনার ছোবল থেকে বাঁচতে স্থগিত হয়েছে বাংলাদেশের পাকিস্তান ও আয়ারল্যান্ড সফর। স্থগিত হয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। স্থগিত হতে পারে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। এক রাউন্ড হওয়ার পর অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। স্থগিত এসব খেলা কবে আবার মাঠে ফিরবে, নিশ্চিত নন কেউ। আগাম বলতেও পারছেন না করোনা সংকট কেটে আবার কবে জীবনে স্বাভাবিকতা নেমে আসবে। বন্ধ খেলাধুলায় ঘরবন্দী ক্রিকেটাররা। অপেক্ষায় আছেন স্বাভাবিক জীবনে ফেরার। ক্ষণ গুনছেন মাঠে ফেরার। জাতীয় দল এবং বাইরের ক্রিকেটাররা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন ফের প্রিমিয়ার ক্রিকেটের ময়দানি লড়াইয়ে নামতে। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইছে সব ধরনের ক্রিকেট সবার আগে

মাঠে ফিরুক। বিসিবি সিইও নিজাম

উদ্দীন চৌধুরী সুজন জানিয়েছেন, করোনাভাইরাসের পরিস্থিতি বিসিবি পর্যবেক্ষণ করছে। কিন্তু এখনই নির্দিষ্ট কোনো সময় ঠিক করেনি ক্রিকেটকে মাঠে ফেরানোর।

মার্চে প্রিমিয়ার ক্রিকেট বন্ধ হয়েছে। ২৬ মার্চ থেকে ধাপে ধাপে গোটা দেশ লকডাউন। ৫ মে পর্যন্ত লকডাউন করা হয়েছে দেশ। সময়সীমা বাড়াবে কিনা, সরকার এখনো সিদ্ধান্ত নেয়নি। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, সেটাও নিশ্চিত নয়। এখন পর্যন্ত দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজার ৬৬৭ এবং মৃতের সংখ্যা ১৬৮ জন। দিন দিন সংখ্যা বাড়ছেই। তাই সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। সরকারের কার্যক্রমের দিকে তীক্ষœ নজর রাখছে বিসিবি। সরকারি নির্দেশনার দিকেই বিসিবি তাকিয়ে আছে বলেন সিইও নিজাম উদ্দীন সুজন, ‘আমরা গভীরভাবে সরকারের কার্যক্রম অনুসরণ করছি। সুতরাং আমরা এখনই বলতে পারছি না বোর্ডের পরবর্তী পদক্ষেপ কি হবে।’ ক্রিকেট মাঠে ফেরানো নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত জানাতে রাজি নয় বিসিবি। যদিও নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটের আগে মাঠে ঘরোয়া ক্রিকেট ফিরুক। ওয়ানডে অধিনায়কের চাওয়া পূরণ করতে প্রিমিয়ার ক্রিকেট শুরু করতে হবে সবার আগে। বিসিবি সিইও অবশ্য জানিয়েছেন প্রিমিয়ার ক্রিকেট নয়, তারা চাইছেন মাঠে সব ধরনের ক্রিকেট ফিরুক, ‘পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, আমরা বলতে পারছি না কবে ক্রিকেট শুরু হবে। তবে আমরা চাই ক্রিকেট মাঠে ফিরুক। প্রিমিয়ার ক্রিকেটের আগে সব ধরনের ক্রিকেট ফিরুক মাঠে।’ সব ধরনের ক্রিকেট বলতে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকেই বুঝিয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ। বন্ধ প্রিমিয়ার ক্রিকেট লিগ। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্রিকেটাররা। এই দুঃসময়ে ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে বিসিবি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড যখন চুক্তিভুক্ত ক্রিকেটারদের বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে। তখন বিসিবি নির্দিষ্ট চুক্তি মেনেই বেতন দিচ্ছে ক্রিকেটারদের। চুক্তিভুক্ত ক্রিকেটারদের বাইরে প্রিমিয়ার ক্রিকেটের ৯১জন ক্রিকেটারকে এককালীন ৩০ হাজার টাকা করে সহায়তা দিয়েছে। ২০ হাজার টাকা করে দিয়েছে জাতীয় মহিলা দলের ক্রিকেটারদেরও। তিন মাসের বেতন একসঙ্গে দিয়েছে প্রথম শ্রেণির ক্রিকেটারদের। অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন বাংলাদেশের যুব ক্রিকেটারদের মাসিক বেতন ১ লাখ টাকা করেও দিয়েছে বিসিবি। করোনাভাইরাসে ক্রিকেটারদের পাশে থাকার কথা দৃঢ়তার সঙ্গেই জানিয়েছেন বিসিবি সিইও, ‘আমরা সব সময় ক্রিকেটারদের পাশে ছিলাম। করোনাভাইরাসের সময়ও পাশে থাকছি। বিসিবি সবসময়ই ক্রিকেটারদের দেখাশোনা করে আসছে।’

করোনাভাইরাস মুক্তির অপেক্ষায় গোটা বিশ্ব। অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেটাররাও। বিসিবি সবধরনের ক্রিকেট শুরুর অপেক্ষায়। ক্রিকেটাররা চাইছেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট খেলতে।

সর্বশেষ খবর