শুক্রবার, ১ মে, ২০২০ ০০:০০ টা

অস্বীকার করেছেন ডি ভিলিয়ার্স

ক্রীড়া ডেস্ক

অস্বীকার করেছেন ডি ভিলিয়ার্স

অবসর নিয়েছেন অনেকদিন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ক্রিকেটকে ছেড়ে যাননি এবি ডি ভিলিয়ার্স। সারা বিশ্বে চুটিয়ে খেলছেন। এরই মধ্যে ক্রিকেটাঙ্গনে একটি গুঞ্জন, দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড তাকে অধিনায়কত্ব ফিরিয়ে দিচ্ছে। এমন গুঞ্জনে বেশ চটেছেন প্রোটিয়াসদের সাবেক অধিনায়ক। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তার সম্পর্কে ক্রিকেটাঙ্গনে ভেসে বেড়ানো সংবাদটি পুরোপুরি মিথ্যা। দিন কয়েক আগে ভারতের এক টিভি চ্যানেল জানায়, এবি ডি ভিলিয়ার্স জাতীয় দলে ফেরার পাশাপাশি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের নেতৃত্বও ফিরে পাচ্ছেন। এমন সংবাদ পরিবেশনের পর ক্রিকেটপ্রেমীরা নড়েচড়ে বসেছিলেন। অপেক্ষায় ছিলেন ‘মি. ৩৬০ ডিগ্রি’ ব্যাটসম্যানের ব্যাটিং দেখার। কিন্তু ডি ভিলিয়ার্স অস্বীকার করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার। তিনি টুইটে লিখেছেন, ‘বিভিন্ন সংবাদে দেখছি, দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড নাকি আমাকে অধিনায়ক হওয়ার প্রস্তাব দিয়েছে। এমন সংবাদ পুরোপুরি মিথ্যা। বর্তমান সময়ে কোনো কথা বিশ্বাস করা যাবে, তা  বোঝাই মুশকিল। অদ্ভুত সময়। সবাই নিরাপদ থাকুন।’ ডি ভিলিয়ার্স অস্বীকার করলেও প্রোটিয়াস কোচ মার্ক বাওচার অনুরোধ করেছেন, সে যেন অবসর ভেঙে ফের জাতীয় দলে ফিরেন।

 

সর্বশেষ খবর