শুক্রবার, ১ মে, ২০২০ ০০:০০ টা

করোনাভাইরাসকে হারাতে চাই ‘হ্যান্ড অব গড’

ক্রীড়া ডেস্ক

করোনাভাইরাসকে হারাতে চাই ‘হ্যান্ড অব গড’

করোনাভাইরাসের ভয়াবহ থাবার হাত থেকে বাঁচতে পারেনি আর্জেন্টিনাও। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ২৮৫ জন এবং মৃতের সংখ্যা ২১৪ জন। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে আর্জেন্টাইন সরকার। বন্ধ হয়ে গেছে দেশটির ফুটবল। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন রেলিগেশন বন্ধ করে দিয়েছে ২ বছরের জন্য। এজন্য বেঁচে গেছে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দিয়াগো ম্যারাডোনার ক্লাব জিমন্যাশিয়া। তার ক্লাবের এই বেঁচে যাওয়াকে অনেকেই ঈশ্বরের হাত রয়েছে বলেছেন। এর ফলে আলোচনায় উঠে এসেছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলটি। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গোলটি ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত। সমালোচকদের জবাবে ১৯৮৬ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক ম্যারাডোনা বলেন, ‘অনেকেই রেলিগেশন থেকে বেঁচে যাওয়াকে নতুন  হ্যান্ড অব গড বলছেন। আমি এখন সেই হাতকে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সবাইকে আহ্বান করছি। মানুষ সুস্থ দেহে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সেটাই চাইছি।’

সর্বশেষ খবর