শুক্রবার, ১ মে, ২০২০ ০০:০০ টা

লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি

ক্রীড়া ডেস্ক

ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশন চাইছে স্বাভাবিক ধারায় ফরাসি লিগ ওয়ানের সমাপ্তি। যদিও লিগ শেষ হয়নি। ফরাসি সরকারের চাপে লিগ বাতিল করেছিল ফুটবল অ্যাসোসিয়েনশন। কিন্তু এভাবে এর সমাপ্তি চায়নি সরকার। গতকাল জরুরি বৈঠকে বসে ফুটবল অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত নেয় প্যারিস সেন্ট জার্মেইনকে (পিএসজি) চ্যাম্পিয়ন ঘোষণা করার। নেইমার, এমবাপ্পের ক্লাবটি গতবারও লিগ চ্যাম্পিয়ন ছিল। লিগ ওয়ানের শিরোপা ঘোষণা করায় ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের চ্যাম্পিয়ন হওয়ার একটি সূক্ষè সম্ভাবনার সৃষ্টি হয়েছে। ইংলিশ ক্লাবটি দ্বিতীয় দল ম্যানচেস্টার সিটি থেকে ২২ পয়েন্ট এগিয়ে। মাত্র তিন ম্যাচ জিতলেই অল রেডরা ২৮ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতবে। তবে মাঠে নামার অপেক্ষায় রয়েছে সিরি-এ, লা লিগা, বুন্দেস লিগা। এদিকে বাতিল করা হয়েছে ডাচ লিগ। সেখানে এগিয়েছিল অ্যাজাক্স আমর্স্টাডাম।

সর্বশেষ খবর