রবিবার, ৩ মে, ২০২০ ০০:০০ টা

লারাকে অভিনন্দন মুশফিকের

ক্রীড়া প্রতিবেদক

লারাকে অভিনন্দন মুশফিকের

ব্রায়ান লারা; ক্যারিবীয় ক্রিকেটের যুবরাজ। ক্রিকেটের বহু রেকর্ডের স্রষ্টা লারা গতকাল পা দিয়েছেন ৫২ বছরে। ক্যারিবীয় ক্রিকেট কিংবদন্তি কোথায়, কিভাবে জন্মদিন পালন করেছেন, জানা যায়নি। কিন্তু ‘প্রিন্স অব ত্রিনিদাদ’ লারাকে জন্মদিনে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার মুশফিকুর রহিম। ক্যারিবীয় যুবরাজ টাইগারদের সাবেক অধিনায়ক মুশফিকের সব সময়কার ‘নায়ক’। শৈশবের নায়ক এবং আজীবনকার সুপার নায়কের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মুশফিক তার ফেসবুকে লিখেছেন, ‘আমার শৈশবের নায়ক, আমার সুপার হিরোকে জন্মদিনের শুভেচ্ছা। আপনি দীর্ঘজীবী হন।’ লারার সঙ্গে তোলা নিজের একটা ছবিও পোস্ট করেছেন মুশফিক। যখন থেকে ক্রিকেটের প্রতি অনুরক্ত হয়েছেন, তখন থেকেই লারা তার স্বপ্নের নায়ক। নিজেকে লারার জায়গায় কল্পনা করতেন। ক্যারিবীয় জীবন্ত কিংবদন্তিকে এতটাই ভালোবাসতেন যে, ছোটবেলায় লারার জন্মদিনে কেক কেটেছেন। হতে চেয়েছেন ডানহাতি ব্রায়ান লারা। টেস্ট ক্রিকেট ৩৭৫ ও ৪০০ রানের স্বপ্নের ইনিংস এবং ক্রিকেট ইতিহাসে একমাত্র ৫০১ রানের ইনিংস খেলা লারার প্রতি তার ভালোলাগা ও ভালোবাসা নিয়ে মুশফিক বলেন, ‘শুধু লারার কারণে ছোটবেলায় আমরা ভাইবোনেরা ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য পাগল ছিলাম। মে মাসে ওঁর জন্মদিন। আমারও জন্মদিন। লারার জন্মদিনে ভাইবোনেরা মিলে বাসায় কেক কেটে অনুষ্ঠান করতাম। লারার কোনো খেলা মিস করতাম না। তবে ওঁর অনেক ইনিংসই আয়নায় দেখেছি। লারা বাঁ হাতি, আমি ডানহাতি। তার ডানহাতি ব্যাটিংয়ের শ্যাডোটা দেখতে চাইতাম আমি।’

সর্বশেষ খবর