রবিবার, ৩ মে, ২০২০ ০০:০০ টা

মোসাদ্দেকের ব্যাট নিলামে

ক্রীড়া প্রতিবেদক

মোসাদ্দেকের ব্যাট নিলামে

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের মাটিতে তিন জাতির ক্রিকেট টুর্নামেন্ট খেলে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে চ্যাম্পিয়নও হয়। দেশের ক্রিকেট ইতিহাসে এটাই প্রথম আন্তর্জাতিক ট্রফি। ক্যারিবীয়দের বিপক্ষে অসাধারণ জয়ের পেছনে দারুণ ভ‚মিকা রেখেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। শিরোপা জেতাতে ২৭ বলে ৫২ রানের হার না মানা একটি ইনিংস খেলেছিলেন ফাইনালে। ঐতিহাসিক ওই ব্যাটটিই নিলামে তুলবেন জানিয়েছেন মোসাদ্দেক হোসেন  সৈকত। মহামারী করোনাভাইরাসে দুস্থদের সহায়তা করতে তিনি এই ব্যাট নিলামে তোলার কথা জানিয়েছেন নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে, ‘এই ব্যাটে একটি ইতিহাস লেখা আছে। এ ব্যাটে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত ফিফটিতে দেশকে প্রথম শিরোপার জিততে অবদান রেখেছিলাম। এ ব্যাটের গল্পটা এখানেই শেষ নয়। এ ব্যাট নিয়ে আমি লড়াই করতে চাই করোনার বিরুদ্ধে। তাই সিদ্ধান্ত নিয়েছি ব্যাটটা নিলামের তোলার। এ ব্যাট বিক্রির পুরো টাকা ব্যয় হবে করোনা আক্রান্তদের জন্য।’ এর আগে ময়মনসিংহে নিজের মহল্লার গরিব দুঃখী মানুষকে খাদ্য সহায়তা করেন সৈকত।

সর্বশেষ খবর