রবিবার, ৩ মে, ২০২০ ০০:০০ টা

মাঠে নামতে ভয় পাচ্ছেন আগুয়েরো

ক্রীড়া ডেস্ক

মাঠে নামতে ভয় পাচ্ছেন আগুয়েরো

করোনাভাইরাসের কারণে বাতিল হয়ে গেছে ফ্রেঞ্চ ওয়ান লিগ। চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে পিএসজিকে। মাঠে নামতে ইতালি ও স্প্যানিশ দলগুলোর অনুশীলন শুরু হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ব্যাপারে এখনো চ‚ড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে ক্লাবগুলো জানিয়ে দিয়েছে তারা মাঠে নামতে আগ্রহী। তবে ফুটবলাররা মাঠে নামতে ভয় পাচ্ছেন। করোনাভাইরাস পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত তারা লকডাউনে থাকতে চান। স্প্যানিশ টিভি অনুষ্ঠান এল চিরিঙ্গিতোকে ম্যানচেস্টার সিটিতে খেলা আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো বলেছেন, ‘বেশির ভাগ খেলোয়াড়ই এখন মাঠে নামতে ভয় পাচ্ছে। বিশেষ করে আমি তো এ নিয়ে আতঙ্কে আছি। মাঠে নামলে যদি কিছু হয়ে যায় তাহলে আমি কেন পরিবারের ওপর বিপর্যয় নেমে আসবে। অনেক খেলোয়াড়রই আমাকে জানিয়েছেন জীবনবাজী নিয়েই খেলতে হবে। জানি না এই খেলাই আমার শেষ কিনা।’

সর্বশেষ খবর