রবিবার, ৩ মে, ২০২০ ০০:০০ টা

সাইফের ওপর ফিফার নিষেধাজ্ঞা

ক্রীড়া প্রতিবেদক

সাইফের ওপর ফিফার নিষেধাজ্ঞা

পেশাদার ফুটবল লিগে শীর্ষস্থানীয় দল সাইফ স্পোর্টিং ক্লাবের ওপর খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ব ফুটবলে অভিভাবক সংস্থা ফিফা। তিনজন বিদেশি খেলোয়াড় আর্থিক পাওনা নিয়ে নালিশের পর এ সিদ্ধান্ত নিয়েছে ফিফা। গতকাল আনুষ্ঠানিকভাবে বাফুফে থেকে ফিফার এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। স্লোভাকিয়ার ম্যাকো ভিলিয়াস, মন্টেনেগ্রোর সাভাগারদাসেভিচ ও সার্বিয়ার গোরান-ওবরাদভিচ তিন ফুটবলারই ফিফার কাছে নালিশ করেছেন। তবে তারা সাইফের হয়ে মাঠেও নামেননি। ট্রায়ালেই তারা অযোগ্য প্রমাণিত হয়েছে। এরপরও তারা জানিয়েছে তাদের সঙ্গে দেনা-পাওনার ঝামেলা ছিল সাইফের সঙ্গে। তখন ফিফা ১ লাখ ডলার জরিমানা করে। যা ২৩ এপ্রিলের মধ্যেই শেষ করতে হতো সাইফকে এ সমাধান না হওয়া পর্যন্ত।

তবে এ নিয়ে শঙ্কিত নয় সাইফ। ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন চৌধুরী বলেন, যদিও তিন ফুটবলার প্রহসনের আশ্রয় নিয়েছে। তবু ফিফা যখন নির্দেশ দিয়েছে অবশ্যই টাকা দিয়ে দেব।

সর্বশেষ খবর