রবিবার, ৩ মে, ২০২০ ০০:০০ টা

শঙ্কায় বুন্দেস লিগা

ক্রীড়া ডেস্ক

শঙ্কায় বুন্দেস লিগা

নিয়ম অনুযায়ী কোলোনের খেলোয়াড়, কোচিং স্টাফসহ সবার করোনাভাইরাস পরীক্ষা করা হয়। পরীক্ষায় নতুন তিনজন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ

করোনাভাইরাসের ভয়াবহতায় বিপর্যস্ত জার্মানি। সংক্রমণের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এখন পর্যন্ত দেশটিতে করোনা রোগীর সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ৭৭ জন এবং মৃত ৬ হাজার ৭৩৬জন। প্রতিবেশী স্পেন ও ইতালির তুলনায় মৃতের সংখ্যা খুবই কম। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসলেও জার্মানি ফুটবল ফেডারেশন ফুটবল লিগ শুরুর সিদ্ধান্ত নিয়েছে। সে হিসেবে ৯ মে লিগ শুরুর কথা। কিন্তু কোলোনের তিন ফুটবলার নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে লিগ পিছিয়ে যেতে পারে। সরকারি হস্তক্ষেপে হয়েতা দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হতে পারে বুন্দেস লিগা। এর ফলে নতুন করে শুরুর তারিখ হতে পারে ১৬ থেকে ২৩ মের যে কোনো একদিন। লিগ শুরুর আগে বাধ্যতামূলক প্রতিটি ক্লাবকে পরীক্ষা করতে হবে। নিয়ম অনুযায়ী কোলোনের খেলোয়াড়, কোচিং স্টাফসহ সবার করোনাভাইরাস পরীক্ষা করা হয়। পরীক্ষায় নতুন তিনজন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। কাদের হয়েছে, সে বিষয়ে কিছুই জানায়নি। লক্ষণ ছিল না এমন তিনজনের করোনা শনাক্ত হয়েছে ক্লাবটির ওয়েবসাইটে জানানো হয়, ‘এমন তিনজনের করোনা শনাক্ত হয়েছে, যাদের আগে করোনার উপসর্গ ছিল না। স্বাস্থ্য পরীক্ষায় জানা গেছে তিনজন করোনা আক্রান্ত। তিনজনকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর