রবিবার, ৩ মে, ২০২০ ০০:০০ টা

আবাহনীকে কোটি টাকার টুর্নামেন্ট জেতানো ফুটবলারের মৃত্যু

ক্রীড়া প্রতিবেদক

আবাহনীকে কোটি টাকার টুর্নামেন্ট জেতানো ফুটবলারের মৃত্যু

২০০৯ সালে দেশে ফুটবলে নতুন টুর্নামেন্ট শুরু হয়। কোটি টাকার সুপার কাপ। চুপসে যাওয়া ফুটবল দারুণভাবে জেগে উঠেছিল এ টুর্নামেন্টে। চির প্রতিদ্ব›দ্বী আবাহনী ও মোহামেডানের ফাইনালে উপচে পড়া দর্শকের সমাগম হয়। ১-০ গোলে জিতে মোহামেডান কোটি টাকার প্রথম টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়। ২০১১ সালে বসে কোটি টাকার সুপার কাপের দ্বিতীয় আসর। ফাইনালে যথারীতি মোহামেডান ও আবাহনী মুখোমুখি। অল্প সময়ের মধ্যে মোহামেডান ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে ২-০ গোলে এগিয়ে যায়। মনে হচ্ছিল মোহামেডান আবারও চ্যাম্পিয়ন হবে। না ঘানার ফুটবলার থুয়ামের ম্যাজিক জোড়া গোলে ম্যাচে ফেরে আবাহনী। পরে টাইব্রেকারে জিতে আবাহনী চ্যাম্পিয়ন হয়। নায়ক ছিলেন থুয়ামই। তিনি নিজে খেলেছেন এবং সতীর্থদের খেলিয়েছেন। ম্যাচসেরা পুরস্কারও পান তিনি। সেই থুয়ামই চলে গেলেন না ফেরার দেশে। শুক্রবার সকালে চট্টগ্রামে কারা কর্তৃপক্ষের অধীনে থাকা অবস্থায় মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করেন থুয়াম। কারা কর্তৃপক্ষ জানিয়েছে ‘সেপটিক শকে’ তার মৃত্যু হয়েছে। বাকুলিয়া পুলিশের হাতে গ্রেফতার হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় জানুয়ারি মাস থেকে কারাগারে ছিলেন থুয়াম। আবাহনী ছাড়া থুয়াম ব্রাদার্স ইউনিয়ন ও ফেনী সকার ক্লাবে খেলেছেন। তিনি আবাহনীতে থাকা অবস্থায় একবার পেশাদার লিগেও চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।

সর্বশেষ খবর