সোমবার, ৪ মে, ২০২০ ০০:০০ টা

‘বিপজ্জনক উইকেটে ব্যাটিং’

ক্রীড়া ডেস্ক

‘বিপজ্জনক উইকেটে ব্যাটিং’

সৌরভ গাঙ্গুলী

করোনাভাইরাসের এই সময়কালকে ভারতের সাবেক অধিনায়ক ও বিসিবিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলী বিপজ্জনক উইকেটে ব্যাটিং করার সঙ্গে তুলনা করেছেন। একটু এদিক সেদিক হলেও উইকেট হারাতে হতে পারে। তাই সাবধানতা অবলম্বন করার কথা বলতে গিয়ে সৌরভ বলেন, ‘পরিস্থিতি অনেকটা বিপজ্জনক উইকেটে টেস্ট ম্যাচে ব্যাটিং করার মতোই। ভুলের সুযোগ নেই বললেই চলে। সিমিং কন্ডিশন। উইকেটে বল পড়ে সুইংও করছে, প্রচন্ড স্পিনও ধরছে।’ তিনি বলেন, ‘বিপজ্জনক বা কঠিন উইকেটে যেমন ব্যাটসম্যানের ভুল করার কোনো অবকাশ নেই, ঠিক তেমনি করোনার এই সময়টাতেও ভুল করা যাবে না। ব্যাপারটা অনেকটা এ রকম কঠিন পরিস্থিতিতেও ভুল না করে উইকেট হাতে রাখতে হবে এবং টেস্টটা জিততে হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর