শিরোনাম
সোমবার, ৪ মে, ২০২০ ০০:০০ টা

ইংলিশ প্রিমিয়ার লিগ অস্ট্রেলিয়ার পার্থে

ক্রীড়া ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই আলোচনা চলছে। লিগটা মাঠে গড়ানোর ব্যাপারে বদ্ধপরিকর ক্লাবগুলো। লিগ কর্তৃপক্ষও চায় মৌসুমটা শেষ হোক। কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তারা। ব্রিটেনে করোনাভাইরাস পরিস্থিতির কোনো উন্নতি দেখা যাচ্ছে না। এ অবস্থায় অস্ট্রেলিয়ার পার্থে ইংলিশ লিগ অনুষ্ঠানের এক অভিনব প্রস্তাব নিয়ে হাজির হয়েছেন ফুটবল এজেন্ট গ্যারি উইলিয়ামস। ব্রিটিশি মিডিয়ার সঙ্গে তিনি বলেছেন, ‘প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে আমি এ ব্যাপারে (পার্থে লিগ আয়োজন) কথা বলেছি। তারা আমার প্রস্তাবটা পছন্দ করেছেন। আমি সরকারি কর্মকর্তাদের সঙ্গেও আলাপ করেছি। তারাও এ ব্যাপারে বেশ উৎসাহী।’ অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে। গত কয়েকদিনে ভাইরাসে আক্রান্তের পরিমাণ খুবই নগণ্য। অস্ট্রেলিয়ায় সবমিলিয়ে আক্রান্তের পরিমাণ ৭ হাজারের কম। মৃতের সংখ্যাও তিন অঙ্ক পার হয়নি। পার্থের স্টেট সিনেটর গেøন স্টার্লি বলেছেন, ‘গ্যারির প্রস্তাবটা আমার কাছে দারুণ বলে মনে হয়েছে।’ ইংলিশ লিগে এখনো ৯২টি ম্যাচ বাকি। সব ম্যাচ পার্থে অনুষ্ঠিত হলে মন্দ হয় না বলে অনেকেই মত দিয়েছেন। সেক্ষেত্রে লিভারপুলের ভাগ্য খুলে যেতে পারে। ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অলরেডরা। ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানসিটি।

সর্বশেষ খবর