বুধবার, ৬ মে, ২০২০ ০০:০০ টা

নিলামে মাহমুদুল্লাহ, ইমরুল, গেইলের ব্যাট

ক্রীড়া প্রতিবেদক

নিলামে মাহমুদুল্লাহ, ইমরুল, গেইলের ব্যাট

স্বাক্ষর করা ২০টি ব্যাট নিলামে তোলার কথা জানিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ব্যাটগুলো নিলামে তুলবে ই-কমার্স প্রতিষ্ঠান চলোসবাই ডট কম ওয়েবসাইটে

করোনাভাইরাস মহামারীতে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন নানান শ্রেণির পেশার মানুষ। বাংলাদেশে এক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে ক্রিকেটাররা। জাতীয় দলের ক্রিকেটাররা নিজ নিজ অবস্থান থেকে আর্থিক সহায়তা করছেন। এবার এগিয়ে এসেছে বিপিএল খেলা দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চট্টগ্রামই বিপিএলের প্রথম দল হিসেবে করোনাভাইরাসে অসহায়দের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। করোনাভাইরাস প্রতিকারে দলটির দেশি ও বিদেশি ক্রিকেটাররা সচেতনামূলক বার্তা দিচ্ছেন প্রতিনিয়ত। গত বিপিএলে দলটির পক্ষে খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, ক্রিস গেইল, লিয়াম প্লাঙ্কেট, লেন্ডল সিমন্স, ইমরুল কায়েশরা। এদের স্বাক্ষর করা ২০টি ব্যাট নিলামে তোলার কথা জানিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ব্যাটগুলো নিলামে তুলবে ই-কমার্স প্রতিষ্ঠান চলোসবাই ডট কম ওয়েবসাইটে। গতকাল থেকে শুরু নিলাম চলবে ১৫ মে পর্যন্ত। এ প্রসঙ্গে দলটির সিইও সৈয়দ ইয়াসির আলম বলেন, ‘গেইল, মাহমুদুল্লাহ, ইমরুলদের মতো তারকা ক্রিকেটার খেলেছে আমাদের দলে। ২০ জন তারকা ক্রিকেটারের স্বাক্ষর করা ব্যাট রয়েছে আমাদের কাছে। দুস্থ, অসহায়দের স্বাস্থ্যসেবা দেওয়ার কথা ভেবে আমরা চিন্তা করেছি তারকা ক্রিকেটারদের ব্যাট নিলামে তোলার।’ এর আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার ব্যাট বিক্রি করেছেন ২০ লাখ টাকায়। মোহাম্মদ আশরাফুল, মুশফিকুর রহিমও তাদের ব্যাট নিলামে তোলার কথা জানিয়েছেন। এছাড়া মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, তাসকিন আহমেদরা ব্যাট, গøাভস, জার্সি নিলামে তুলেছেন।

সর্বশেষ খবর