বুধবার, ৬ মে, ২০২০ ০০:০০ টা

নতুন বল বানাচ্ছে কোকাবুরা

ক্রীড়া ডেস্ক

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে নতুন একটি ক্রিকেট বল তৈরি করতে যাচ্ছে বিশ্বখ্যাত ক্রিকেট সামগ্রী প্রস্তুতকারক কোম্পানি ‘কোকাবুরা’। প্রতিষ্ঠানটি যে বল তৈরি করতে যাচ্ছে, শাইন করাতে থুতুর ব্যবহার করতে হবে না। যদিও বলটি এখন পর্যন্ত তৈরি করা হয়নি বলেন কোকাবুরার জেনারেল ম্যানেজার ডেভিড অরচাড, ‘প্রোডাক্টটি এখনো পুরোপুরি শেষ হয়নি। শুরুর পর্যায়ে রয়েছে। তবে একটা বিষয়ে আমরা সবসময় খেয়াল রাখি, সেটা হচ্ছে সময়ে সঙ্গে তাল মিলিয়ে ক্রীড়া সামগ্রীতে নতুনত্ব আনতে।’ কভিড-১৯ ভাইরাসে সবাই চিন্তিত সংক্রমণ নিয়ে। এটা মাথায় রেখে কোকাবুরা কাজ করছেন বলেন জিএম, ‘কভিড-১৯ প্যানাডেমিক ভাইরাস নিয়ে আমরা কাজ করছি। সারা বিশ্বের ক্রিকেট এবং ক্রিকেটাররা যাতে নিরাপদে থাকেন, সেটা নিয়ে আমরা কাজ করছি।’

সর্বশেষ খবর