বৃহস্পতিবার, ৭ মে, ২০২০ ০০:০০ টা

বলের একপাশ ভারী রাখার পরামর্শ ওয়ার্নের

ক্রীড়া ডেস্ক

বলের একপাশ ভারী রাখার পরামর্শ ওয়ার্নের

করোনাভাইরাসে বন্ধ ক্রিকেট। মাঠে খেলা নেই বলে ঘরবন্দী ক্রিকেটাররা। তারপরও করোনা ভীতিকে পাশ কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন ক্রিকেটাররা। মাঠে ফিরলেও ক্রিকেটাররা যাতে করোনাভাইরাস সংক্রমণ থেকে নিরাপদ থাকেন, সেজন্য নানামুখি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে ক্রিকেটের শাসক সংস্থা আইসিসি। বলে থুতু মারা নিষিদ্ধ করার কথা ভাবছে সংস্থাটি। এতে করে ক্রিকেট সামগ্রী প্রস্তুতকারক সংস্থা কোকাবুরা নতুন একটি বল তৈরির কথা ভাবছে। যা থুতু ছাড়াই শাইন দিবে। এখন পর্যন্ত ক্রিকেটে যত নিয়মের পরিবর্তন হয়েছে, সব কয়টাতেই সুবিধা পেয়েছেন ব্যাটসম্যানরা। এবার থুতু নিষিদ্ধ হলে ব্যাটসম্যানরাই বাড়তি সুবিধা পাবেন। তাই টেষ্ট ক্রিকেটে ৭০৮ উইকেট নেওয়া শেন ওয়ার্ন নতুন একটি প্রস্তাব দিয়েছেন। বিশ্বের সেরা লেগ স্পিনারের প্রস্তাব ম্যাচে একপাশ ভারী বল ব্যবহারের। এতে বোলার ও ব্যাটসম্যানদের মধ্যে একটি ভারসাম্য থাকবে। এর আগে পাকিস্তানের সাবেক ওপেনার রমিজ রাজা বোলারদের অসহায়ত্ব দূর করতে ২২ গজের জায়গায় ২০ গজের পিচ বানানোর প্রস্তাব দিয়েছেন।

সবসময় সুইং পেতে বলের একপাশ কেন ভারী হবে না? এটি দেখতে টেপ পেঁচানো টেনিস বল, কিংবা লন বোলসের মতো হয়।

করোনাভাইরাস পরবর্তীকালে ক্রিকেট যখন মাঠে ফিরবে, তখন যেন ঘাম বা লালার পরিবর্তে কৃত্রিম বস্তু ব্যবহার করে, সে নিয়ে ভাবছে আইসিসি। ওয়ার্ন জানিয়েছেন একপাশ ভারী বলে খেলতে। এতে বোলাররা সুইং পাবেন, ‘সবসময় সুইং পেতে বলের একপাশ কেন ভারী হবে না? এটি দেখতে টেপ পেঁচানো টেনিস বল, কিংবা লন বোলসের মতো হয়। আমি নিশ্চিত নই আপনারা ওয়াসিম কিংবা ওয়াকারের মতো সুইং দেখতে চান কিনা। তবে একপাশ ভারী বলে খেলালে বল সুইং করবে এবং ফ্ল্যাট উইকেটে সুবিধা পাবেন বোলাররা।’ বলের একপাশ ভারী রাখলে রিভার্স সুইং করতে বল টেম্পারিং করার প্রয়োজনও হবে না বলে মনে করেন ওয়ার্ন, ‘একপাশ ভারী হলে বাড়তি সুইংয়ের জন্য বোতলের ছিপি কিংবা স্যান্ডপেপার ব্যবহার করার কোনো প্রয়োজন থাকবে না।’

সর্বশেষ খবর