বৃহস্পতিবার, ৭ মে, ২০২০ ০০:০০ টা

শুরু হচ্ছে বুন্দেস লিগা

ক্রীড়া ডেস্ক

শুরু হচ্ছে বুন্দেস লিগা

সব সংশয় কেটে গেছে জার্মান ফুটবল লিগের। ইউরোপের প্রথম বড় লিগ হিসেবে পুনরায় মাঠে ফিরছে বুন্ডেস লিগা। উল্লেখ্য, ৯ মে শুরুর তারিখ নির্ধারিত হয়েছিল। কিন্তু কোলোনার তিন ফুটবলার কোনো সংক্রমণ ছাড়া আক্রান্ত হলে শঙ্কায় পড়ে যায় লিগের ভবিষ্যৎ। গতকাল জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল সবুজ সংকেত দিয়েছেন লিগ শুরুর। এতেই আকাশে শঙ্কার মেঘ কেটে গেছে। ক্লাবগুলোর প্রস্তুতি এখন মাঠে নামার। পয়েন্ট টেবিলে সবার ওপরে রয়েছে বায়ার্ন মিউনিখ।

মাত্র তিনটি ম্যাচে পয়েন্ট পেলেই ২৮ বছর পর লিগ চ্যাম্পিয়ন হবে লিভারপুল। কিন্তু করোনাভাইরাসের জন্য ১৩ মার্চ থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ বন্ধ হয়ে আছে। লিগ শেষ করতে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন নিরপেক্ষ ভেন্যুতে খেলা আয়োজন করতে চাইছে। এ জন্য ক্লাবগুলো নিয়ে ভোটাভুটিও করেছে। ক্লাবগুলো খেলতে চাইলেও কিছু শর্ত দিয়েছে। ক্লাবগুলো বলছে, যদি পূর্ণ নিরাপত্তা পাওয়া যায় তাহলে খেলতে কোনো দ্বিধা নেই। ইংলিশ ফুটবল লিগ ম্যানেজার অ্যাসোসিয়েশনের সিইও রিচার্ড বেভান বলেন, ‘যদি ক্লাবগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলতে অমত করে, তাহলে লিগ বন্ধ হয়ে যেতে পারে।’ লিগ শুরুর একটি সম্ভাব্য তারিখ ধরা হয়েছিল ১২ জুন। বেলজিয়াম ফুটবল লিগ ৩১ জুলাই বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর