বৃহস্পতিবার, ৭ মে, ২০২০ ০০:০০ টা

১০০০ অসহায় ক্রীড়াবিদকে আর্থিক সহায়তার আশ্বাস

ক্রীড়া প্রতিবেদক

১০০০ অসহায় ক্রীড়াবিদকে আর্থিক সহায়তার আশ্বাস

জাহিদ আহসান রাসেল

করোনাভাইরাসে দেশের সব খেলাধুলা বন্ধ। এমন সংকটে অনেক ক্রীড়াবিদই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অসহায়ত্বের কথা ভেবে গতকাল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ঘোষণা দিয়েছেন ১ হাজার ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা করার। জাতীয় ক্রীড়া পরিষদের সভায় প্রাথমিকভাবে ২৭ ফেডারেশনের ১ হাজার ক্রীড়াবিদকে ১০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

তিনি বলেন, পুরো বিশ্ব আজ স্থবির। এক সঙ্গে এত মানুষ ঘরবন্দি, এমন দুর্যোগ বিশ্ববাসী আগে দেখছে কি না আমার জানা নেই। এই দুর্যোগে প্রাণহানি ঘটছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্রীড়াঙ্গনও এর বাইরে নয়। ভাইরাসটি এমন সময়ে আক্রমণ করেছে তখন সব ধরনেরই খেলা চলছিল। বিশেষ করে গুরুত্বপূর্ণ কিছু খেলা যেগুলো থেকে খেলোয়াড়দের বছরে আয়ের একটা পথ। খেলা বন্ধের কারণে এরা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্রীড়াপ্রতিমন্ত্রী বলেন, প্রথম ধাপে আমরা বিভিন্ন ফেডারেশন থেকে প্রায় ১ হাজার অসহায় ক্রীড়াবিদদের সহায়তা দেব। প্রথম ধাপে ২৭ ফেডারেশন থেকে যাদের সহায়তা না দিলেই নয় তাদের তালিকা চেয়েছি। প্রত্যেককে আমরা ১০ হাজার টাকা দেওয়ার চিন্তাভাবনা করছি। বিভিন্ন  সেক্টরে সম্মানী ভাতার ব্যবস্থা আছে। ক্রীড়াঙ্গনের এটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ খবর