শিরোনাম
শুক্রবার, ৮ মে, ২০২০ ০০:০০ টা

মাস্ক পরে মাঠে মেসি সুয়ারেজ

ক্রীড়া ডেস্ক

মাস্ক পরে মাঠে মেসি সুয়ারেজ

লা-লিগা পুনরায় মাঠে নামাতে জোর প্রস্তুতি নিচ্ছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। সরকারের সবুজ সংকেতে লা-লিগা কর্তৃপক্ষ ক্লাবগুলোকে আগেই অনুশীলনের অনুমতি দিয়েছিল। তবে ক্ষেত্র বিশেষে মেনে চলতে হবে কঠোর স্বাস্থ্যবিধি। অনুশীলন শুরুর আগে প্রতিটি ক্লাবের ফুটবলার এবং কোচিং স্টাফদের করোনা টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। বুধবার ট্রেনিং শুরুর আগে করোনা টেস্ট করে এলেন লিওনেল মেসি, সুয়ারেজসহ অন্য ফুটবলাররা। ২ মাস বন্ধ থাকার পর আবার স্প্যানিশ ফুটবলে প্রাণচাঞ্চল্য ফিরছে। বুধবার সকালে ক্লাবের অনুশীলন কমপ্লেক্সে পৌঁছানোর কথা ছিল বার্সেলোনা ফুটবলারদের। ক্লাবের নির্দেশ মতো ট্রেনিং কমপ্লেক্সে প্রথমে আসেন সার্জিও রবার্তো এবং ইভান রাকিটিচি। কিছুক্ষণ পর আসেন মেসি ও সুয়ারেজ। সবারই মুখে মাস্ক ছিল। রিয়াল মাদ্রিদের ফুটবলাররাও স্বাস্থ্যবিধি মেনে অনুশীলনে নেমেছে। অনুশীলনে প্রিয় তারকাদের দেখতে প্রচুর ভক্ত ভিড় জমানোর চেষ্টা করলে পুলিশ তাদের স্থান ত্যাগে বাধ্য করেন। মিডিয়া কর্মীরা ফুটবলারদের সঙ্গে কথা বলার চেষ্টা করেও সফল হয়নি।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে স্বাস্থ্যবিধি মেনেই খেলতে হবে। তা না হলে আমরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব। ২৮ এপ্রিল স্পেনের লকডাউন শিথিল করার ঘোষণা করেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। একই সঙ্গে ফুটবলারদের অনুশীলনে ফেরার অনুমতি দেন স্প্যানিশ প্রধানমন্ত্রী।

সর্বশেষ খবর