শিরোনাম
শুক্রবার, ৮ মে, ২০২০ ০০:০০ টা

মুশফিকের ব্যাট নিলামে উঠছে কাল

ক্রীড়া প্রতিবেদক

মুশফিকের  ব্যাট নিলামে উঠছে কাল

বাংলাদেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হতে পারতেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু অস্থিরতার জন্য পারেননি। তার জায়গায় এই বিরল রেকর্ড গড়েন মুশফিকুর রহিম। কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাসের সোনালি পাতায় চিরস্থায়ী হয়েছেন মুশফিক। সেই ব্যাটটিই নিলামে তুলছেন তিনি। বাংলাদেশের সাবেক অধিনায়কের ডাবল সেঞ্চুরি হাঁকানোর ব্যাটটি নিলামে উঠবে শনিবার। নিলাম থেকে প্রাপ্ত অর্থ সাবেক অধিনায়ক ব্যয় করবেন করোনা দুর্গতদের মধ্যে। নিলামে উঠার আগে গতকাল ফেসবুক লাইভে মুশফিক সবার কাছে অনুরোধ করেছেন বেশি দামে ব্যাট ক্রয় করতে, ‘ব্যাট যত বেশি দামে কিনবেন, তত বেশি মানুষকে সাহায্য করতে পারব’। এর আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার বিশ্বকাপের ব্যাট বিক্রি করেছেন ২০ লাখ টাকায়। এছাড়া আশরাফুল, মোসাদ্দেক হোসেন সৈকতও তাদের ব্যাট বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। নিলামে নিজের ব্যাটটি উঠাতে পেরে দারুণ উচ্ছ¡সিত মুশফিক, ‘আমি একটা অনুরোধ করব, যেহেতু শনিবার থেকে আমার ব্যাটের নিলাম শুরু। আশা করি আপনারা যোগ দিবেন। আমার ব্যাট মনে করে কেনার দরকার নেই। ধরে নেবেন এটা অনেক বড় কোনো খেলোয়াড়ের ব্যাট। সেজন্যই যত বেশি দামে কিনবেন, আমি তত বেশি মানুষকে সাহায্য করতে পারব।’

সর্বশেষ খবর