শুক্রবার, ৮ মে, ২০২০ ০০:০০ টা

পঞ্চমবারে ‘সুস্থ’ দিবালা

ক্রীড়া ডেস্ক

করোনা ভীতিকে পাশ কাটিয়ে ইতালিয়ান ফুটবল লিগ সিরি-এ শুরুর অপেক্ষায়। জুভেন্টাস, এসি মিলান, ইন্টার মিলানসহ দলগুলো নেমে পড়েছে অনুশীলনে। দলের সঙ্গে যোগ দিতে ইতালি পৌঁছেছেন বিশ্বসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ স্ট্রাইকার হয়তো খেলবেন। কিন্তু তার সতীর্থ আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালা কি খেলবেন? সঠিক উত্তর দিতে পারছেন না কেউ। যদিও তিনি এখন পুরোপুরি করোনামুক্ত বলেছেন নিজেকে। ইনস্টাগ্রামে নিজের ছবিও পোস্ট করেছেন। সেখানে হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে তাকে। তারপরও আর্জেন্টাইন তারকার ফিটনেস নিয়ে ভাবছেন অনেকে। কেন এই অনিশ্চয়তা? ক্রীড়া ইতিহাসে দিবালাই একমাত্র ফুটবলার যিনি চার চারবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মরণঘাতী এই ভাইরাস থেকে মুক্তি পেয়েছেন পঞ্চমবার।

দিবালা গত ২১ মার্চ ইনস্টাগ্রামে জানিয়েছিলেন, তিনি ও তার বান্ধবী ওরিয়েলা সাবাতানি করোনাভাইরাস আক্রান্ত। সংক্রমিত হওয়ার কথা জানিয়ে ১৫ দিনের কোয়ারেন্টাইনে চলে যান দুজনে। এই সময়ের মধ্যে তিনি সুস্থ হতে পারেননি। কিছুদিন পর বান্ধবী সাবাতিনি জানান, তারা দ্বিতীয়বারের মতো করোনা আক্রান্ত হয়েছেন। দ্বিতীয়বারের পরও তারা সুস্থ হতে পারেননি। আর দুবার করোনাভাইরাস আক্রান্ত হওয়ার কথা জানান সাবাতিনি। মোট চারবার কভিড-১৯ আক্রান্ত হয়ে শঙ্কায় ফেলে দেন সবাইকে। অবশেষে পঞ্চমবারে মুক্তির কথা নিজেই জানিয়েছেন ছবি দিয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর