শুক্রবার, ৮ মে, ২০২০ ০০:০০ টা

ফ্ল্যামেঙ্গোর তিন ফুটবলার করোনায় আক্রান্ত

ক্রীড়া ডেস্ক

চারবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা ফুটবলার পাওলো দিবালা। পঞ্চমবারে সুস্থ হয়েছেন। ইতালিয়ান ফুটবল লিগ সিরি-এ এখন শুরুর অপেক্ষায়। ১৬ মে শুরু হচ্ছে বুন্দেস লিগা। এমন পরিস্থিতি যখন ইউরোপীয় ফুটবলের তখন ব্রাজিলিয়ান ফুটবলের জন্য দুসংবাদ বয়ে আনল ফ্ল্যামেঙ্গো। কোপা লিবের্টারোস চ্যাম্পিয়ন ফ্ল্যামেঙ্গার তিন ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তাদের মধ্যে এর আগে কোনো ধরনের উপসর্গ দেখা যায়নি। ক্লাবের পক্ষ থেকে বুধবার জানানো হয় খেলোয়াড়, তাদের পরিবার ও বাসায় কাজের লোকসহ ২৯৩ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৩৮ জনের পজিটিভ হয়। এই তিনজন তাদেরই অংশ। তবে ক্লাব তিন ফুটবলারের পরিচয় পরিষ্কার করেনি। গত সোমবার ক্লাবের এক কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। উক্ত কর্মচারী ৪০ বছর ধরে ক্লাবটিতে কাজ করতেন। করোনাভাইরাসে ব্রাজিলের অবস্থা ভয়াবহ। করোনাভাইরাসের সংক্রমিত রোগীর সংখ্যা এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৬১১ জন এবং মৃতের সংখ্যা ৮ হাজার ৫৮৮ জন। পরিস্থিতি দিন দিন ভয়াবহ হচ্ছে। তারপরও ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন চাইছে লিগ শুরু করতে। লিগ শুরুর কথা জানিয়েছেন দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জাইর বোলসোনারো, ‘পরিস্থিতি দিন দিন জটিল আকার ধারণ করছে।

সর্বশেষ খবর