শিরোনাম
শনিবার, ৯ মে, ২০২০ ০০:০০ টা

এমবাপ্পের সুখবর

ক্রীড়া ডেস্ক

এমবাপ্পের সুখবর

সেপ্টেম্বরের আগে ফ্রান্সের লকডাউন তোলা হচ্ছে না। তাই বাতিল ঘোষণা করা হয়েছে ফরাসি লিগ ওয়ানের। মৌসুম বাতিল হলেও সর্বোচ্চ পয়েন্টে থাকা পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে বাইলজ মেনেই। লিগ থেমে যাওয়ার সময় নিকটতম প্রতিদ্ব›দ্বী মার্শেইয়ের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে ছিল পিএসজি। করোনাভাইরাসের দুঃসময়ে দলের শিরোপা পাওয়াটা নিঃসন্দেহে আনন্দের। এরপর আরও একটি সুখবর পেলেন পিএসজির ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। লিগে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুটের পুরস্কার দেওয়া হয়েছে তাকে। লিগ সূচিত হওয়ার সময় ১৮ গোল নিয়ে মোনাকোর উইসাস কেন ইয়েডের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন। এরপরও এককভাবে গোল্ডেন বুট কীভাবে পান এমবাপ্পে। লিগ ওয়ানের ওয়েবসাইটে এর ব্যাখ্যাও তুলে ধরা হয়েছে। এমবাপ্পের ১৮ গোলই এসেছে ‘ওপেন প্লে’ থেকে। আর ইয়েডেরের ৩টি গোলই ছিল পেনাল্টি থেকে। এ ছাড়া এমবাপ্পের গোল গড়ও বেশি। তিনি ১৮ গোল করেন ২০ ম্যাচে। আর ইয়েডের ২৫ ম্যাচ খেলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর