শনিবার, ৯ মে, ২০২০ ০০:০০ টা

ইতালি লিগ মাঠে গড়ানো নিয়ে শঙ্কা

ক্রীড়া ডেস্ক

ইতালিয়ান সিরিএ লিগ মাঠে ফেরানোর পরিকল্পনা নেওয়া হলেও শঙ্কা দেখা দিয়েছে আদৌ শুরু করা সম্ভব কিনা। বিভিন্ন ক্লাব থেকে আসছে ফুটবলারদের নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর। কভিড-১৯ পরীক্ষায় বৃহস্পতিবার নিজেদের চার ফুটবলারের ফল পজিটিভ এসেছে বলে জানিয়েছে ক্লাব সাম্পাদোরিয়া। এর মধ্যে একজন আক্রান্ত হলেন দ্বিতীয়বার। একই দিনে আরেক ক্লাব ফিওরেন্টিনা জানায়, তাদের তিনজন খেলোয়াড় ও এক কর্মচারীর করোনাভাইরাস ধরা পড়েছে। এর আগে তোরিনো জানিয়েছিল, তাদের একজন ফুটবলার করোনায় আক্রান্ত।গত সোমবার থেকে খেলোয়াড়দের ব্যক্তিগত পর্যায়ে অনুশীলনের অনুমতি দেয় ইতালি সরকার। তবে অবশ্যই বিধিনিষেধ মানতে হবে সবাইকে। পরিস্থিতি অনুকূলে থাকলে ১৮ মে শুরু হবে অনুশীলন। লিগে সবচেয়ে দামি তারকা ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল ছেড়ে এখন তুরিনে অবস্থান করছেন।

সর্বশেষ খবর