শনিবার, ৯ মে, ২০২০ ০০:০০ টা

ফুটবল চালু হলে মৃত্যু বাড়বে

ক্রীড়া ডেস্ক

করোনাভাইরাসে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এখনো বিশ্বজুড়ে রোগীর সংখ্যা বেড়েই চলেছে। ইউরোপের সবচেয়ে বেশি আক্রান্ত দেশ ইতালি, স্পেন, ইংল্যান্ড ও জার্মানি। অথচ এসব দেশেই স্থগিত হওয়া ফুটবল লিগ শুরুর পথে। কিন্তু নতুন এক গবেষণায় উঠে এসেছে ভয়ঙ্কর এক তথ্য। বলা হচ্ছে এখন ফুটবল মাঠে ফেরানো মানেই মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়া। করোনাভাইরাসের দাপট পুরোপুরি শেষ হওয়ার আগে ফুটবল মাঠে নামানোটা হবে ইচ্ছা করে সর্বনাশ ডেকে আনা। করোনাভাইরাস বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে ফুসফুসে, যা থেকে নিউমোনিয়া, এমনকি মৃত্যুও হতে পারে। চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে জার্মানি এবং ইতালির গবেষকদের রিপোর্টে। কঠোর অনুশীলনের কারণে ফুটবলারদের বেশি নিঃশ্বাস নিতে হয়। তা থেকেই অনেক সহজে ফুসফুসের গভীরতম অংশ পৌঁছে যেতে পারে। গবেষণায় সাবধান করে বলা হয়েছে এতে করে খেলা চলাকালেই কোনো ফুটবলার জ্ঞান হারিয়ে ফেলতে পারে।

সর্বশেষ খবর