শিরোনাম
সোমবার, ১১ মে, ২০২০ ০০:০০ টা

ম্যারাডোনার ‘গ্রেটেস্ট’ কার্লোভিচ আর নেই

ক্রীড়া ডেস্ক

ম্যারাডোনার ‘গ্রেটেস্ট’ কার্লোভিচ আর নেই

দিয়েগো ম্যারাডোনা প্রায়ই নিজের চেয়ে সেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি দিতেন আর্জেন্টিনার টমাস কার্লোভিচকে। কখনো কখনো তাকে ‘গ্রেটেস্ট ফুটবলার’ হিসেবেও বলতেন। এসি মিলানসহ ইউরোপের অনেক নামিদামি ক্লাব তাকে দলে নিতে মরিয়া হয়ে চেষ্টা চালিয়েছিল গত শতকের ষাটের দশকে। পেলে অনেক চেষ্টা করেছিলেন কার্লোভিচকে নিউইয়র্ক কসমসে নিয়ে যেতে। কিন্তু কার্লোভিচ গোঁয়াড়ের মতোই ঘাড় ত্যাড়া ছিলেন।

অনেকে তাকে যাযাবর হিসেবেও মনে করত। তিনি আর্জেন্টিনার বাইরে খেলতে চাননি কখনোই। এই কারণেই সারাটা জীবন কাটিয়ে দেন নিজ ভূমে। তবে জহুরীর চোখে তার ফুটবল মেধা ঠিকই ধরা পড়েছিল।

ম্যারাডোনার সেই ‘গ্রেটেস্ট ফুটবলার’ সবাইকে ছেড়ে চলে গেলেন। এক ছিনতাইয়ের ঘটনায় ডাকাতের আঘাতে মাথায় প্রচন্ড ব্যথা পেয়েছিলেন কার্লোভিচ। সেই আঘাতেই ৭৪ বছর বয়সে পরপাড়ে পাড়ি জমালেন তিনি। জাতীয় দলের হয়ে কখনো খেলেননি কার্লোভিচ। অবশ্য লুইস মেনোত্তির সময় (আর্জেন্টিনার কোচ, ১৯৭৪-৮৩) অনেকবারই জাতীয় দলে ডাক পেয়েছেন। তখন তিনি বলতেন, আমাকে ফিশিংয়ে যেতে হবে। হোসে পেকারম্যানের মতো কোচও বলেছিলেন, ‘আমার দেখা সেরা ফুটবলার কার্লোভিচ।’

সর্বশেষ খবর