সোমবার, ১১ মে, ২০২০ ০০:০০ টা

প্রিমিয়ার লিগেও করোনা আঘাত

ক্রীড়া ডেস্ক

প্রিমিয়ার লিগেও করোনা আঘাত

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটনের তিনজন ফুটবলার করোনাভাইরাস টেস্টে পজিটিভ হয়েছেন। এর ফলে লিগের ভবিষ্যৎ আরও অন্ধকারে চলে গেল। আজই ইংলিশ লিগের ক্লাবগুলো এক বৈঠকে মিলিত হওয়ার কথা। এখানে লিগের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। কবে থেকে লিগ শুরু হতে পারে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু ব্রাইটনের তিন ফুটবলার করোনাভাইরাস টেস্টে পজিটিভ হওয়ায় লিগ মাঠে গড়ানোর বিষয়টা অনিশ্চিতই হয়ে গেল। করোনায় আক্রান্ত ফুটবলাররা ১৪ দিনের জন্য আইসোলেশনে চলে গেছেন। এর আগে বুন্দেস লিগাতেও করোনায় আক্রান্ত ফুটবলার পাওয়া গেছে।

সেখানেও লিগ শুরু হওয়ার সময় নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লা লিগায় অবশ্য এখনো করোনায় আক্রান্ত ফুটবলার পাওয়া যায়নি। তবে সেখানেও লিগ কবে শুরু হবে বলা কঠিন।

সর্বশেষ খবর