সোমবার, ১১ মে, ২০২০ ০০:০০ টা

মুন্নার দুই জার্সি বিক্রি ৫ লাখ ১০ হাজারে

ক্রীড়া প্রতিবেদক

মুন্নার দুই জার্সি বিক্রি ৫ লাখ ১০ হাজারে

অকশন ফর অ্যাকশনের মাধ্যমে নিলামে তোলা সাবেক তারকা ফুটবলার প্রয়াত মোনেম মুন্নার দুটি জার্সি ৫ লাখ ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে।  ১৯৮৯ সালে প্রেসিডেন্ট গোল্ডকাপজয়ী মুন্নার জার্সিটি ৩ লাখ টাকায় এবং মুন্নার আবাহনীর জার্সিটি ২ লাখ ১০ হাজার টাকায় বিক্রি হয়। একই সঙ্গে ফিফার সাবেক রেফারি তৈয়ব হাসান বাবুর একটি ঐতিহাসিক জার্সিও নিলাম করা হয়। ফিফার সাবেক এই রেফারি ২০১৩ সালে নেপালে প্রথম দক্ষিণ এশিয়ান হিসেবে পরিচালনা করেছিলেন সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তার সেই জার্সিটি বিক্রি হয়েছে ৫ লাখ ৫৫ হাজার টাকায়। নিলামে সরাসরি অংশ নেন মোনেম মুন্নার স্ত্রী সুরভি মোনেম এবং রেফারি তৈয়ব হাসান বাবু। সঙ্গে লাইভ অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন সাবেক ফুটবলার কায়সার হামিদ, শেখ মোহাম্মদ আসলাম এবং সত্যজিৎ দাস রুপু। নিলাম থেকে প্রাপ্ত অর্থ করোনা পরিস্থিতিতে অসহায়দের জন্য ব্যয় করা হবে। মোনেম মুন্নার স্ত্রী সুরভী মোনেম দুটি জার্সি বিক্রি হওয়ায় আনন্দিত। তিনি মিডিয়াকে বলেছেন, ‘আমি খুশি। আমার উদ্দেশ্য গরিব মানুষকে সাহায্য করা।

সর্বশেষ খবর