বুধবার, ১৩ মে, ২০২০ ০০:০০ টা

এবার দেশসেরা স্ট্রাইকার আসলামের পালা

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসে অনেকে অসহায় জীবনযাপন করছেন। এসব দুস্থদের সহযোগিতা করতে জনপ্রিয় ক্রীড়াবিদরা সহযোগিতা করছেন। নিলামে তুলছেন তাদের জার্সি ও ব্যবহৃত জিনিসগুলো। বিক্রির অর্থ তুলে দেওয়া হবে দুস্থদের হাতে। দেশের কিংবদন্তি ফুটবলার শেখ মো. আসলাম ঘোষণা দিয়েছেন। ২০০০ সালে পাওয়া তার জাতীয় ক্রীড়া পুরস্কারের পদক ও এক জোড়া বুট নিলামে তুলবেন। ১৯৮৪ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত আবাহনীতে খেলে তিনি টানা সর্বোচ্চ গোলদাতা হন। তবে আবাহনীতে খেলার সময় তিনি কোনো বুট খুঁজে পাননি। তাই ২০১২ সালে সোনালী অতীত ক্লাবের সঙ্গে ইংল্যান্ড সফরে একভক্ত তাকে মূল্যবান অ্যাডিডাস বুট পুরস্কার হিসেবে দেন। সেই বুটই নিলামে তুলছেন। জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন ক্রীড়াবিদের জন্য এটা বড় স্বীকৃতি। আসলাম বলেন, এ পুরস্কার আমার জীবনে বড় প্রাপ্তি। তবুও এই পদকের মাধ্যমে অসহায় মানুষরা যদি কিছুটা হলেও উপকৃত হয় সেটা হবে আমার কাছে আরও প্রাপ্তি।

সর্বশেষ খবর