বুধবার, ১৩ মে, ২০২০ ০০:০০ টা

বেতন কাটা হচ্ছে ক্লুজনারদের

ক্রীড়া ডেস্ক

করোনাভাইরাসের সংক্রমণে সবধরনের ক্রিকেট বন্ধ। মাঠে খেলা নেই বলে আর্থিক ক্ষতির মুখে পড়েছে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডগুলো। ক্লাবগুলোর পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্রিকেটার, কোচিং স্টাফরা। আর্থিক ক্ষতি কাটিয়ে নিতে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড চুক্তিভুক্ত ক্রিকেটারদের বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি কোচিং স্টাফেরও বেতন কাটছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য এই পথে হাঁটেনি। তবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) কোচিং স্টাফের বেতন কাটার সিদ্ধান্ত নিয়েছে। আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে এসিবি জাতীয় দেশটির জাতীয় দলের কোচ ল্যান্স ক্লুজনার, ব্যাটিং কোচ হিল্টন ডিওন অ্যাকারম্যান এবং সহকারী কোচ ও আফগানিস্তানের সাবেক অধিনায়ক নওরোজ মঙ্গলের মে মাসের বেতনের ২৫ শতাংশ কাটার সিদ্ধান্ত নিয়েছে। এফটিপির বাইরে জুন মাসে আফগানিস্তান ও জিম্বাবুয়ের একটি পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ রয়েছে।

সর্বশেষ খবর