শুক্রবার, ১৫ মে, ২০২০ ০০:০০ টা

বাংলাদেশের দর্শক অস্ট্রেলিয়ার চেয়ে ভালো

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের দর্শক অস্ট্রেলিয়ার চেয়ে ভালো

করোনাভাইরাসে ঘরবন্দী ক্রিকেটাররা। মাঠে ফিরতে অস্থির হয়ে আছেন সবাই। কবে ফিরবেন নির্দিষ্ট করে জানেন না কেউ। আগামও বলতেও পারছে না আইসিসি কিংবা ক্রিকেট বোর্ডগুলো। কোয়ারিন্টাইনে থাকতে থাকতে নাভিশ্বাস উঠা ক্রিকেটাররা নিজেদের ব্যস্ত রাখছেন নানাভাবে। বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ব্যস্ত সময় কাটাচ্ছেন ফেসবুক লাইভ আড্ডায়। লাইভে টাইগার ওয়ানডে অধিনায়ক কথা বলেছেন মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, রুবেল হোসেনের সঙ্গে। এবার দেশের গ-ি ছাড়িয়ে কথা বলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিসের সঙ্গে। সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা টাইগার ও প্রোটিয়াসদের দুই তারকার আলাপচারিতা উপভোগ করেছেন। লাইভে প্রোটিয়াস সাবেক অধিনায়ক জানিয়েছেন, বাংলাদেশের দর্শকরা অসাধারণ। তারা অস্ট্রেলিয়ার চেয়েও সেরা। টাইগার অধিনায়ক তাকে বিপিএল খেলার আমন্ত্রণও জানান।

ডু প্লেসিসের কাছে বাংলাদেশ ক্রিকেট দল খুবই পরিচিত। ২০১১ সাল প্রতিপক্ষ হয়ে নিয়মিত খেলছেন টাইগারদের বিপক্ষে। এরফলে বাংলাদেশের পার্থক্যটাও পরিষ্কার তার কাছে। ফেসবুক লাইভে তামিম জানতে চান ডু প্লেসিসের কাছে, ‘বাংলাদেশের ক্রিকেটের অবস্থা কেমন দেখছ?’ তামিমের প্রশ্নের উত্তরে ডু প্লেসিস বলেন, ‘বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক শক্তিশালী প্রতিপক্ষ।’ করোনাভীতিকে পাশ কাটিয়ে সাবেক ও বর্তমান ক্রিকেটাররা দর্শকশূন্য মাঠে খেলতে চাইছেন। দর্শকবিহীন স্টেডিয়ামে খেলা হলে ফেসবুক লাইভে বাংলাদেশের চেয়ে দক্ষিণ আফ্রিকাকেই এগিয়ে রেখে সাবেক অধিনায়ক ডু প্লেসিস বলেন, ‘দর্শকশূন্য মাঠে তোমাদের বিপক্ষে খেলা হলে, আমরাই সুবিধা পাব। বাংলাদেশ ও ভারতে দর্শকদের সামনে খেলা খুবই কঠিন। তোমাদের সমর্থকরা অসাধারণ। অস্ট্রেলিয়ার চেয়ে অনেক ভালো।’

সঞ্চালক তামিমও স্বীকার করেন, ‘আমাদের দর্শকরা অসাধারণ। তারা অনেক আবেগপ্রবণ ও উৎসাহী।’ বিপিএল খেলেছেন এবি ডি ভিলিয়ার্সের মতো তারকা। তারই উত্তরসূরি ডু প্লেসিসকে খেলার আমন্ত্রণ জানান তামিম, ‘দক্ষিণ আফ্রিকায় বিপিএল সরাসরি দেখা যায় না। ক্রিকেট ওয়েবসাইটগুলোর মাধ্যমে বিপিএলের খোঁজ রাখি। তোমাকে আগেই বলেছি আমি অবশ্যই বিপিএল খেলতে আসব। তবে এটা ঠিক উপযুক্ত মঞ্চ নয় আলোচনা করার।’

সর্বশেষ খবর