শুক্রবার, ১৫ মে, ২০২০ ০০:০০ টা

১৩ জুন ইতালিয়ান লিগ শুরু!

ক্রীড়া ডেস্ক

করোনাভাইরাসে থেমে যায় ইতালির সিরিএ লিগ। এখন পুনরায় খেলা মাঠে গড়ানোর আশা জেগেছে। সরকারের অনুমোদন সাপেক্ষে ১৩ জুন সিরিএ লিগ ফের শুরু করার চিন্তা-ভাবনা করছে ইতালি ফুটবল অভিভাবক সংস্থা। বুধবার ক্লাবগুলোর সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ দিনক্ষণ ঠিক করা হয়। চলতি মাসের শুরুতে ব্যক্তিগত পর্যায়ে অনুশীলনে ফেরেন ইতালির শীর্ষ লিগের ফুটবলাররা। দলীয় অনুশীলন শুরু হবে আগামী সোমবার থেকে।

করোনাভাইরাসে গত ৯ মার্চ থেকে স্থগিত রাখা হয় সিরিএ লিগ। আসরে সব ক্লাবের এখন ১২টি করে ম্যাচ বাকি। কারোর আবার ম্যাচ বেশি বাকি। যদি খেলা আরও গড়াতো ও শীর্ষে থাকা দলের চেয়ে অন্য দলগুলোর পয়েন্টে বড় ধরনের পার্থক্য থাকত তাহলে

শীর্ষ থাকা দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করে লিগ শেষ করা যেত। ২৬ ম্যাচে ৬৩ পয়েন্টে সবার ওপরে জুভেন্টাস। সমান ম্যাচে তাদের চেয়ে মাত্র ১ পয়েন্ট পেছনে ল্যাজিও।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর