শুক্রবার, ১৫ মে, ২০২০ ০০:০০ টা

জিম লেকার নেন ১৯ উইকেট

জিম লেকার নেন ১৯ উইকেট

একটি নয় দুই দুটি নয় বিশ্বরেকর্ডের মালিক ইংলিশ স্পিনার জিম লেকার। ১৯৫৬ সালে ম্যাঞ্চেস্টার টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ইনিংস ও ১৭০ রানে জয়ের টেস্টের নায়ক ছিলেন লেকার। টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথম বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার বিরল কৃতিত্ব দেখান তিনি। এই কৃতিত্বটি দেখিয়েছিলেন দ্বিতীয় ইনিংসে। প্রথম ইনিংসে নিয়েছিলেন ৯ উইকেট। দ্বিতীয় ইনিংসে নেন ১০ উইকেট। টেস্টে তার বোলিং ফিগার ছিল ৯০ রানে ১৯ উইকেট(৯/৩৭+১০/৫৩)। ইংলিশ অফ স্পিনার ক্যারিয়ারে ৪৬ টেস্টে উইকেট নেন ১৯৩টি।  

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর