শুক্রবার, ১৫ মে, ২০২০ ০০:০০ টা

বলে চুমু দিলেই হলুদ কার্ড

ক্রীড়া ডেস্ক

বলে চুমু দিলেই হলুদ কার্ড

ল্যাতিন আমেরিকায় স্থগিত থাকা ফুটবল মৌসুম মাঠে ফেরার অপেক্ষায় রয়েছে। বল গড়ালেই দেখা যাবে নতুন নিয়ম। যা ফুটবলে কখনো ছিল না। তবে এ নিয়ম আবার ফিফা স্বীকৃত নয়। দক্ষিণ আমেরিকার শীর্ষ ফুটবল সংস্থা কলমে বল নিয়ম করছে করোনাভাইরাস এড়াতে মাঠে কোনো অবস্থায় খেলোয়াড়রা থুথু ফেলা ও বলে চুমু দিতে পারবে না। নিয়ম ভাঙলেই তাকে হলুদ কার্ড দেখানো হবে। ক্লাবগুলোকে চিঠির মাধ্যমে এ নিয়ম মানার কথা জানিয়ে দিয়েছে। গত মার্চ থেকে বন্ধ থাকা মহাদেশটির শীর্ষ এ দু ফুটবল প্রতিযোগিতা শুরুর তারিখ এখনো জানানো হয়নি। কনসেবলের ব্যবস্থাপনায় কোপা লিবের্তাদোরেস ও কোপা সুদামেরিকানা আয়োজন হয়।

মাঠে ফুটবলারদের নাক ঝাড়া এবং ম্যাচ শেষে একে অপরের মধ্যে জার্সি বদলেও এসেছে নিষেধাজ্ঞা। সবাইকে ব্যবহার করতে হবে আলাদা আলাদা পানির বোতল। এমনকি বদলির সময় হাত মেলানো যাবে না। ম্যাচের পরে সম্মেলনে বসে খেলোয়াড়দের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।

সর্বশেষ খবর