শনিবার, ১৬ মে, ২০২০ ০০:০০ টা

করোনায় দেউলিয়া

ক্রীড়া ডেস্ক

করোনায় দেউলিয়া

করোনাভাইরাসের কারণে ফুটবলের অনেক ক্লাবই যেন পথে বসে গেছে। কর্মকর্তারা সতর্কতা জারি করে বলছেন, জানি না সামনে কীভাবে চলব। করোনা আমাদের দেউলিয়া করে ফেলে। ফুটবলের ট্রান্সফার মার্কেটে এবার ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে। প্রতি বছর হাজার হাজার কোটি টাকার বেচাকেনা হয়। করোনা সব পথ বন্ধ করে দিয়েছে। আয়ের দেখা নেই। অথচ চুক্তিভুক্ত খেলোয়াড়দের পারিশ্রমিক দিতে হচ্ছে। ফলে ইউরোপের ১০০-এর বেশি ক্লাব চোখে শর্ষে ফুল দেখছে। ক্রোয়েশিয়া ক্লাব লোকোমেটিভ জাগরেবের পরিচালক ডেনিশ গুদাসিক বলেন, ‘আমার মনে হয় আগামী ছয় মাসে ফুটবলে যে সড় সমস্যা দেখা যাবে, তা হচ্ছে ছোট ছোট ক্লাবের টিকে থাকা। আমি সত্যিই ফুটবল নিয়ে দুশ্চিন্তায় আছি। করোনাভাইরাস এমন কঠিন পরিস্থিতি তৈরি করেছে যার ফলে সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে ১০০ থেকে ২০০ ক্লাব পড়ে যাবে দেউলিয়াত্বের মুখে। গত দুই মাস ইউরোপের অধিকাংশ ক্লাবই খেলা না থাকায় কোনো আয় করতে পারেনি। সামনে ফুটবল ফেরার সম্ভাবনা থাকলেও তা থাকবে দর্শকশূন্য। অর্থাৎ আয়ের বন্ধ থেকেই যাচ্ছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর