শনিবার, ১৬ মে, ২০২০ ০০:০০ টা

অনুশীলনে ফিরছেন ইংলিশ বোলাররা

ক্রীড়া ডেস্ক

অনুশীলনে ফিরছেন ইংলিশ বোলাররা

করোনাভাইরাসের সংক্রমণ এখনো বেড়েই চলেছে। গতকাল পর্যন্ত কভিড-১৯ সংক্রমিত রোগীর সংখ্যা ৪৫ লাখ ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যাও ৩ লাখের ওপর। স্থবির জনজীবন। বন্ধ খেলাধুলা। এর মাঝেই আশার কথা, করোনাভীতি পাশ কাটিয়ে বিভিন্ন দেশ প্রস্তুতি নিচ্ছে খেলাকে মাঠে ফিরিয়ে আনতে। বুন্দেস লিগা শুরু হচ্ছে আজ। ইংল্যান্ডের সরকার অনুমতি দিয়েছে প্রিমিয়ার লিগ শুরুর। ইংলিশ সরকারের সবুজ সংকেত পাওয়ার পর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ক্রিকেটারদের অনুশীলনের অনুমতি দিয়েছে। এর ফলে আগামী সপ্তাহ থেকে ক্রিকেটাররা অনুশীলন করবেন। তবে দলগত নয়। সামাজিক দূরত্ব মেনে ব্যক্তিগত সেশনে অনুশীলন করবেন বেন স্টোকস, স্টুয়ার্ট ব্রডরা।

করোনাভাইরাসে ইংল্যান্ডের অবস্থা ভয়াবহ। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা নিশ্চিত নয়। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৩ হাজার ১৫১ এবং মৃতের সংখ্যা ৩৩ হাজার ৬১৪। মৃতের সংখ্যায় যুক্তরাজ্য থেকে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে। পরিস্থিতি এমন ভয়াবহ হওয়ার পরও ইংল্যান্ড সরকার চাইছে ধাপে ধাপে জীবনযাত্রা সচল করতে। সে ধারাবাহিকতায় ক্রিকেট অনুশীলন শুরু হচ্ছে। ইসিবি এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় চুক্তিতে থাকা বোলার ও কাউন্টিতে যারা ডাক পাবেন, তারাই শুধু প্রথম দুই সপ্তাহ অনুশীলন করবেন। যখন তারা টার্গেটে পৌঁছাবেন, এরপর শুরু হবে ব্যাটসম্যান ও উইকেটরক্ষকদের ব্যক্তিগত সেশনে অনুশীলন।

সর্বশেষ খবর