শনিবার, ১৬ মে, ২০২০ ০০:০০ টা

লেকার ও কুম্বলে ১০ উইকেট পান

লেকার ও কুম্বলে ১০ উইকেট পান

টেস্ট ক্রিকেটের এক ইনিংসে প্রতিপক্ষ দলের সবগুলো উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে মাত্র দুজন বোলারের। প্রথমজন ইংল্যান্ডের অফ স্পিনার জিম লেকার এবং দ্বিতীয়জন ভারতের লেগ স্পিনার অনিল কুম্বলে। লেকার ১৯৫৬ সালে ম্যানচেস্টার টেস্টের অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ১০ উইকেট। তার বোলিং ফিগার ছিল ৫১.২-২৩-৫৩-১০। ১৯৯৯ সালে দিল্লি টেস্টে কুম্বলে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে নেন ১০ উইকেট। তার বোলিং ফিগার ২৬.৩-৯-৭৪-১০।   

সর্বশেষ খবর