শনিবার, ১৬ মে, ২০২০ ০০:০০ টা

টুথপেস্ট কিনতে গিয়ে নিষিদ্ধ কোচ

ক্রীড়া ডেস্ক

টুথপেস্ট কিনতে গিয়ে নিষিদ্ধ কোচ

করোনাভাইরাসকে চ্যালেঞ্জ জানিয়ে ফের মাঠে গড়াচ্ছে জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগা। তার আগেই দুঃসংবাদ পেলেন আগসবার্গের কোচ হেরকো হেইনিচে। দায়িত্ব নেওয়ার পর ডাক আউটে দাঁড়ানোর সুযোগ হয়নি তার। তাই লিগ শুরুর জন্য উচ্ছ্বাসটা তার বেশি ছিল। ভেবেছিলেন ডাক আউটে দাঁড়িয়ে দলের খেলোয়াড়দের নির্দেশনা দেবেন। তা আর হচ্ছে না। সামান্য ভুলের কারণে মাঠে নামতে নিষিদ্ধ হলেন হেরকো।

তবে এ শাস্তি মাত্র এক ম্যাচের জন্য। শনিবার ওলসবার্গের বিপক্ষে খেলবে আগসবার্গ। দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তার প্রথম ম্যাচ। কিন্তু অভিষেক ম্যাচে খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন কিংবা ম্যাচের দিন ডাক আউটে দাঁড়াতে পারবেন না হেইলিচ। ভুল স্বীকার করে ৪৮ বছর বয়সী কোচ বলেন, হোটেলের বাইরে বের হওয়াটা আসলেই আমার ভুল ছিল। তবে স্বাস্থ্যবিধি মেনেই সুপার মার্কেটে যাই। টুথ পেস্ট শেষ হয়ে গিয়েছিল তা কিনতেই বের হই। এখন এ শাস্তি মেনে নিতেই হবে।

সর্বশেষ খবর