রবিবার, ১৭ মে, ২০২০ ০০:০০ টা

মুশফিকের ব্যাট কিনলেন আফ্রিদি

ক্রীড়া প্রতিবেদক

মুশফিকের ব্যাট কিনলেন আফ্রিদি

ক্রিকেট ক্যারিয়ারে বোধ করি এমন বিব্রতকর অবস্থার মুখোমুখি হননি। যতটা হয়েছেন প্রিয় ব্যাট নিলামে তুলে। মুশফিকুর রহিম; বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান। দেশের একমাত্র ক্রিকেটার যিনি টেস্টে তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন। তার প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাটটি নিলামে তোলার পর ভুয়া বিডা করে দর বাড়িয়ে দেন অনেকে। এজন্য বাধ্য হয়ে নিলাম বন্ধ করেন মুশফিক। বৃহস্পতিবার দ্বিতীয়বার নিলামে উঠে ব্যাট। অনলাইন নিলামে সবাইকে চমকে দিয়ে ২০ হাজার মার্কিন ডলারে ব্যাটটি কিনে নেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ খান আফ্রিদি। মুশফিক ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে এই ব্যাট দিয়ে ২০০ রানের ইনিংস খেলেছিলেন। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ওটাই ছিল প্রথম ডাবল সেঞ্চুরি। প্রথমবার ব্যাট নিলামে উঠেছিল গত শনিবার। ব্যাটটি কেনার জন্য আফ্রিদিকে ধন্যবাদ জানান মুশফিক, ‘অনেক আগে থেকেই আমি আফ্রিদির ফ্যান। বিপিএলে এক দলে খেলেছি। আবার বিপক্ষেও খেলেছি। তার সঙ্গে আমার অনেক ভালো ভালো স্মৃতি আছে। পিএসএলে খেলার সময়ও কথা হয়েছে। বোঝাপড়াটাও ভালো। তার ফাউন্ডেশন অনেকদিন থেকে কাজ করছে। করোনাভাইরাস পরিস্থিতিতেও পাকিস্তানসহ নানা জায়গায় সহায়তা করে যাচ্ছেন ওনি। এত বড় ক্রিকেট ব্যক্তিত্ব এই সহায়তা করেছেন, তাতে আমি সম্মানিত।’ ভুয়া বিডারিষ্টদের সমালোচনা করেন মুশফিক, ‘এমন একটি মহৎ কাজে যারা ভুয়া বিড করেছেন, তাদের আমি ধিক্কার জানাই।

আপনারা শুধু আমাকে নয়, বাংলাদেশের ক্রিকেটকে এবং দেশকে ছোট করেছেন।’ একই দিন নিলামে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপজয়ী বাংলাদেশের অধিনায়ক আকবর আলির ব্যাট ও গ্লাভস ২ হাজার ডলারে কিনেছেন যুক্তরাস্ট্র প্রবাসী বাংলাদেশি রিয়াজুল ইসলাম জুয়েল।

সর্বশেষ খবর