মঙ্গলবার, ১৯ মে, ২০২০ ০০:০০ টা

গোল্ডেন বুটের লড়াইয়ে লেবানডস্কি

মেসি ও রোনালদোর এই দুঃসময়ে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন লেবানডস্কি

ক্রীড়া ডেস্ক

গোল্ডেন বুটের লড়াইয়ে লেবানডস্কি

ইউরোপিয়ান গোল্ডেন বুটের লড়াইয়ে মেসি ও রোনালদোর রাজত্ব চলছে দীর্ঘদিন ধরে। ২০০৮ সালের পর থেকে মেসি ও রোনালদোর বাইরে কেবল লুইস সুয়ারেজ ও দিয়েগো ফোরলানই কেবল ইউরোপিয়ান গোল্ডেন বুট জয় করেছেন। তবে চলতি মৌসুমের শুরু থেকেই ভিন্ন ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। মেসি ও রোনালদো নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছিলেন না শুরু থেকেই। গোল্ডেন বুটের লড়াইয়ে এবার মেসি ও রোনালদোকে অনেকটা  পেছনে ফেলে দিয়েছেন ইতালিয়ান সিরি এ লিগের ক্লাব লেজিওর ইতালিয়ান স্ট্রাইকার সিরো ইমোবিল (২৭ গোল) এবং জার্মান বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেবানডস্কি (২৬ গোল)। এই লড়াইয়ে রোনালদো (২১ গোল) চার নম্বরে এবং লিওনেল মেসি (১৯ গোল) আছেন ছয় নম্বরে। ইতালিয়ান সিরি এ লিগ এবার শুরু হবে কি না তা এখনো নিশ্চিত নয়। অন্যদিকে জার্মান বুন্দেসলিগা এরই মধ্যে মাঠে গড়িয়েছে। সেই হিসেবে এবার লেবানডস্কিরই ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ের সুযোগ সবচেয়ে বেশি। আরও আটটা ম্যাচ বাকি আছে বায়ার্ন মিউনিখের। আর প্রায় প্রতি ম্যাচেই গোল করছেন লেবানডস্কি। গত রবিবার করোনাভাইরাসের পর প্রথম ম্যাচ খেলতে নেমেই গোল করেছেন তিনি। বায়ার্ন মিউনিখ ২-০ গোলে হারিয়েছে ইউনিয়ন বার্লিনকে। লিওনেল মেসি সর্বোচ্চ ছয় বার ইউরোপিয়ান গোল্ডেন বুট জয় করেছেন। চারবার এই ট্রফি জিতে দুইয়ে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। লা লিগা মাঠে গড়াবে কি না তা এখনো নিশ্চিত নয়। আর মাঠে গড়ালেও কী লিওনেল মেসি পুরনো ফর্মে ফিরতে পারবেন! মেসি ও রোনালদোর এই দুঃসময়ে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন লেবানডস্কি। ইউরোপিয়ান গোল্ডেন বুট জিততে পারলে তার সামনে ব্যালন ডি’অর আর ফিফা দ্য বেস্ট হওয়ার পথও খুলে যেতে পারে।

সর্বশেষ খবর