মঙ্গলবার, ১৯ মে, ২০২০ ০০:০০ টা

সেলটিককে চ্যাম্পিয়ন ঘোষণা

ক্রীড়া ডেস্ক

স্কটিশ প্রিমিয়ার লিগ করোনাভাইরাসের কারণে স্থগিত হয়েছিল গত মার্চে। এরপর থেকে লিগ মাঠে গড়ানোর ব্যাপারে নানা আলোচনা হলেও করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় তা আর হয়নি। ৩০টি করে ম্যাচ খেলেছিল বেশিরভাগ ক্লাব। বাকি ছিল ৮টি করে ম্যাচ। এবার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল লিগ কর্র্তৃপক্ষ। সেলটিককে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে তারা। রেলিগেশনে পড়েছে হার্ট অব মিডলথিয়ান। এই নিয়ে টানা নবমবারের মতো স্কটিশ লিগ জিতল সেলটিক। সবমিলিয়ে ৫১ বার লিগ জিতেছে তারা। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে করোনাভাইরাসের পর কেবল বুন্দেসলিগাই শুরু হয়েছে। শীর্ষ লিগগুলোর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ, ইতালিয়ান সিরি এ এবং স্প্যানিশ লা লিগাও মাঠে গড়ানোর অপেক্ষায় প্রহর গুনছে।

সর্বশেষ খবর