বৃহস্পতিবার, ২১ মে, ২০২০ ০০:০০ টা

ইংলিশ লিগ নিয়ে নতুন শঙ্কা

ক্রীড়া ডেস্ক

ইংলিশ লিগ নিয়ে নতুন শঙ্কা

রবি ও সোমবার ইংলিশ প্রিমিয়ার লিগের ৭৪৮ জন খেলোয়াড় ও স্টাফের করোনাভাইরাস পরীক্ষা করা হয়। বাকিদের পরীক্ষা হয়েছে গতকাল। আক্রান্তদের নাম জানানো হয়নি। আগামী সাতদিন তারা সেলভ আইসোলেশনে থাকবেন বলে বিবিসি জানিয়েছে। আগামী মাসে মৌসুম পুনরায় শুরুর লক্ষ্যে মঙ্গলবার থেকে ব্যক্তিগত অনুশীলন শুরু করে ইংলিশ লিগের ফুটবলাররা। গত ১৩ মার্চ থেকে স্থগিত রয়েছে প্রিমিয়ার লিগ। এখনো বাকি আছে ৯২ ম্যাচ। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে জার্মানির বুন্দেসলিগা মাঠে ফিরেছে সবার আগে। এখন ইংলিশ লিগ শুরুর প্রাক্কালে কোনো ফুটবলার নতুন করে আক্রান্ত হলে তা দেখা দেবে শঙ্কা। তাই নিশ্চিত নয় ইংলিশ লিগের ভবিষ্যৎ।

সর্বশেষ খবর