শনিবার, ২৩ মে, ২০২০ ০০:০০ টা

সুয়ারেজের প্রশংসায় কিয়েল্লিনি

ক্রীড়া ডেস্ক

সুয়ারেজের প্রশংসায় কিয়েল্লিনি

২০১৪ বিশ্বকাপ ফুটবলের একটি স্মৃতি এখনো দর্শকের মনে গেঁথে আছে। দুই চ্যাম্পিয়ন ইতালি-উরুগুয়ের উত্তপ্ত ম্যাচে জর্জো কিয়েল্লিনিকে কামড় মারেন সুয়ারেজ। এতে তিনি ভিলেনে পরিণত হন। বিশেষ করে ইতালির সমর্থকরা এতটাই ক্ষুব্ধ হন যে সুয়ারেজকে আজীবন নিষিদ্ধ করার দাবি তোলেন। অথচ কিয়েল্লিনি সব ভুলেই গেছেন। এখন তিনি সুয়ারেজের প্রশংসায় পঞ্চমুখ। ঘাড়ে কামড়ের সেই ঘটনায় মাঠে রেফারির চোখ এড়িয়ে যাওয়ায় তৎক্ষণাৎ কোনো শাস্তি পাননি। পরে চার ম্যাচ ও নয়টি আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ হন সুয়ারেজ। জুভেন্টাসের অধিনায়ক কিয়েল্লিনির আত্মজীবনী লোর্জোজোতে উঠে এসেছে সেই ঘটনা।

কিয়েল্লিনি বলেন, আগ্রাসী মনোভাব ফুটবলের একটি অংশ। আমি একে অনুচিত বলতে পারি না। প্রতিপক্ষের একজনকে টপকে যেতে অনেক কৌশলই বেছে নিতে হয়। কামড় দিয়ে সুয়ারেজ হয়তো তা-ই করেছেন। সুতরাং সুয়ারেজের ওপর আমার কোনো ক্ষোভই নেই। বরং ওর পারফরম্যান্স দেখে আমি মুগ্ধ।

সর্বশেষ খবর