শনিবার, ২৩ মে, ২০২০ ০০:০০ টা

স্থগিত হতে যাচ্ছে টি-২০ বিশ্বকাপ

ক্রীড়া প্রতিবেদক

স্থগিত হতে যাচ্ছে টি-২০ বিশ্বকাপ

টি-২০ বিশ্বকাপ আয়োজনে নিজেদের প্রস্তুত থাকার কথা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত টুর্নামেন্টটি আদৌ মাঠে গড়াবে কি-না, বিষয়টি নিশ্চিত নয়। শঙ্কায় রয়েছে টি-২০ বিশ্বকাপের ভবিষ্যৎ। যদিও আসর চালানো কিং স্থগিতের কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি আইসিসি। তবে ‘টাইমস অব ইন্ডিয়া’ জানাচ্ছে, আগামী সপ্তাহে বিশ্বকাপ স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দেবে আইসিসি। ১৬ দলের টুর্নামেন্টটির ভবিষ্যৎ এখন পুরোপুরি নির্ভর করছে সদস্য দেশগুলোর হাতে। দেশগুলোর সঙ্গে টেলিকনফারেন্সে বসে আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ স্থগিতের ঘোষণা দিবে আইসিসি। করোনা পরিস্থিতি ভয়াবহ। অস্ট্রেলিয়ায় সেপ্টেম্বর পর্যন্ত বিমান চলাচল বন্ধ এবং বিদেশিদের প্রবেশাধিকার নিষেধ। বন্ধ করলেও বিকল্প একটি পরিকল্পনা রেখেছে আইসিসি। সেক্ষেত্রে আগামী বছরের ফেব্রুয়ারি কী মার্চে আয়োজনের চেষ্টা চালাবে আইসিসি। কিংবা আয়োজকের রদবদল। ২০২১ সালে ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপটি আয়োজন করার কথা ভারতের। সেটা আয়োজন করবে অস্ট্রেলিয়া এবং ২০২২ সালে ভারত। অথবা ২০২১ সালে ভারত এবং ২০২২ সালে অস্ট্রেলিয়া আয়োজন করবে টি-২০ বিশ্বকাপ।

সর্বশেষ খবর