শুক্রবার, ২৯ মে, ২০২০ ০০:০০ টা

মেসির ভাবনায় রিয়াল

ক্রীড়া প্রতিবেদক

মেসির ভাবনায় রিয়াল

মাঠে ফেরার জন্য তর সইছে না লিওনেল মেসির। করোনাভাইরাসে গত ১২ মার্চ স্থগিত হয়ে যায় লা লিগা। প্রায় দুই মাসের ঘরবন্দী জীবন শেষে গত ৮ মে থেকে একক পর্যায়ে অনুশীলনে ফেরা শুরু করে দলগুলো। গত সপ্তাহ থেকে শুরু হয় গ্রুপ অনুশীলন। থমকে থাকা লিগের তারিখ এখনো নির্ধারণ হয়নি। তবে আগামী ১১ জুন রিয়াল বেতিস-সেভিয়া ম্যাচ দিয়ে লা-লিগা মাঠে ফেরার আশা করছেন প্রতিযোগিতার সভাপতি, হ্যাভিয়ের তেরাস। মাইন্ড ফুলনেস ম্যাটনসকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানান মাঠে ফেরার অপেক্ষায় রয়েছি। অতীতের চেয়ে ভবিষ্যতের দিকে তাকানোই ভালো। প্রতি দিন অনুশীলনের রুটিনে ফেরা। সতীর্থদের দেখা এবং প্রথম ম্যাচ সব নিয়েই ভাবছি। ‘গ্রুপ’ অনুশীলন অন্য সব খেলার মতোই। তবে ব্যক্তিগতভাবে সবাইকে দর্শক ছাড়া মাঠে কাল্পনিক অনুশীলন করতে হবে। লা লিগায় এখনো ১১ রাউন্ডের খেলা বাকি। নিকট প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে আছে বার্সেলোনা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর