শিরোনাম
শুক্রবার, ২৯ মে, ২০২০ ০০:০০ টা

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে আইসিসি

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে আইসিসি

টি-২০ বিশ্বকাপ নিয়ে অঘোষিত লড়াইয়ে মেতে উঠেছে আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ড। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় বসার কথা টি-২০ বিশ্বকাপের আসর। সূচির এখনো পরিবর্তন হয়নি। কিন্তু মহামারী করোনাভাইরাসের জন্য সন্দেহের দোলাচালে দুলছে আসরের ভবিষ্যৎ। এই সুযোগটিকেই কাজে লাগাতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ তারা চাইছে স্থগিত হয়ে যাওয়া আইপিএল ওই সময়ে শুরু করতে। এজন্য টি-২০ বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার জন্য পরোক্ষাভাবে কাজও করছে। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড এ বিষয়ে কিছুই বলেনি। কিন্তু দেশটির মিডিয়া সংবাদ প্রকাশ করেছে, টি-২০ বিশ্বকাপ পিছিয়ে ২০২২ সালে স্থানান্তরিত হতে পারে। আইসিসি ভারতীয় মিডিয়ার প্রকাশিত সংবাদে অসন্তুষ্ট। ক্রিকেটের শাসক সংস্থাটি চাচ্ছে নির্ধারিত সময়েই আসরটি আয়োজন করতে। তবে এজন্য আয়োজক অস্ট্রেলিয়ার সবুজ সংকেতের জন্য অপেক্ষা করছে। করোনাভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে অস্ট্রেলিয়ান সরকার সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের বিমান চলাচল ও বিদেশিদের প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে।

ভারতের বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, করোনাভাইরাসের জন্য আইসিসির সদস্যরা টুর্নামেন্টটি ২০২২ সালে সরিয়ে নিতে সম্মত হয়েছে। এমন সংবাদ প্রকাশিত হয়েছে গত বৃহস্পতিবারের আইসিসি বোর্ড সভাকে কেন্দ্র করে। ওই সভায় অনেকগুলো ইস্যু নিয়ে আলোচনা হবে। তবে মূল এজেন্ডা টি-২০ বিশ্বকাপ ও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। ভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, টি-২০ পিছিয়ে গেলে সে সময় আইপিএল অনুষ্ঠিত হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড এজন্য চাপও দিচ্ছে আইসিসিকে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, এটা পুরোপুরি গুজব। তারা কোনো ধরনের চাপ প্রয়োগ করেনি আইসিসির উপর। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) স্পষ্ট করে জানিয়েছে, আইপিএলের জন্য টি-২০ বিশ্বকাপ পিছিয়ে নেওয়াকে তারা কোনোভাবেই মানবে না। টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসির একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, ‘টি-২০ বিশ্বকাপ পেছানোর ব্যাপারে আইসিসি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। পরিকল্পনা অনুযায়ী এ বছর অস্ট্রেলিয়ায় আসরটি আয়োজনের প্রস্তুতি চলছে। আইসিসির বোর্ড সভার আলোচ্যসূচিতে বিষয়টি রয়েছে এবং নির্ধারিত সময়েই সিদ্ধান্ত নেওয়া হবে।’

সর্বশেষ খবর