শুক্রবার, ২৯ মে, ২০২০ ০০:০০ টা

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তারকা ফুটবলার হেলাল

ক্রীড়া প্রতিবেদক

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তারকা ফুটবলার হেলাল

বছর খানেক আগে দেশের তারকা ফুটবলার গোলাম রাব্বানী হেলালের শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে ব্যাংককে উন্নত চিকিৎসার শেষে দেশে ফিরে আসেন। তবে প্রকৃত সুস্থতা বলতে তা আর ফিরে পাননি সাবেক এ তারকা ফুটবলার। নিজ গৃহের দিন পার করছিলেন। গতকাল মস্তিষ্কে রক্তক্ষরণ হলে রাজধানী স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার ভাইয়ের ছেলে গোলাম কাউসি মিডিয়াকে জানান, চাচা স্ট্রোক করেছেন। অনেক রক্তক্ষরণ হয়েছে। এ অবস্থায় অস্ত্রোপচার সম্ভব নয় চিকিৎসকরা জানিয়েছেন। তারা এটাও বলেছেন চাচার অবস্থা খুবই সংকটাপন্ন। বিদেশে বা অন্য কোনো হাসপাতালে নেওয়ার সুযোগ নেই।

তাই এখন প্রার্থনা ছাড়া উপায় নেই। হাসপাতালে আসার পর কিছুক্ষণ হাত পা নাড়ানোর পর সবই এখন অচল। কৃত্রিমভাবে হেলালকে বাঁচিয়ে রাখা হয়েছে। কিছুদিন ধরেই তিনি অসুস্থ। কিডনী সমস্যায় ব্যাংককে চিকিৎসা নিয়েছেন। সেই থেকে ডায়ালাইসিস চলছিল ৬৭ বছর বয়সী এ ফুটবলারের। স্বাধীন বাংলা দলের ফুটবলার মামা সুরুজের হাত ধরেই হেলালের ঢাকা লিগে আগমন। ১৯৭৬ সাল থেকে আবাহনী ও জাতীয় দলে নিয়মিত খেলেছেন তিনি। ১৯৮৫ সালের পর তাকে আর মাঠে দেখা যায়নি।

সর্বশেষ খবর