শুক্রবার, ২৯ মে, ২০২০ ০০:০০ টা

সিরি-এতে ক্ষতি ৭০ কোটি ইউরো

ক্রীড়া ডেস্ক

জার্মান ফুটবল লিগ বুন্দেস লিগা চলছে। পিএসজিকে চ্যাম্পিয়ন করে লিগ সমাপ্তির ঘোষণা দিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। এ নিয়ে লিগ-ওয়ানের বেশ কয়েকটি আইনি দ্বারস্থ হয়েছে। মাঠে গড়ানোর প্রস্তুতি নিয়েছে ইংলিশ প্রিমিয়ার। কিন্তু তার আগে আরও চারজন ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্ত ফুটবলারের সংখ্যা ১২। ইউরোপিয়ান ফুটবল লিগগুলোর এমন হাল যখন, তখন ইতালিয়ান ফুটল লিগ সংস্থা জানিয়েছে, করোনার সংক্রমণে দেশটির ফুটবল প্রায় ৭০ কোটি ইউরো ক্ষতির মুখে পড়েছে। পরশু দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি গাব্রিয়েল গ্রাভিনা এমনটাই জানিয়েছেন। মহামারী করোনাভাইরাসের জন্য মার্চ মাস থেকে বন্ধ সিরি-এ। ১৩ জুন দর্শকশূন্য মাঠে লিগ শুরুর কথা। এর আগে আর্থিক ক্ষতির বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছে ফেডারেশন। মিডিয়ায় জানিয়েছে, লিগ বন্ধের পর এখন পর্যন্ত ৫০ কোটি ইউরো ক্ষতি হয়েছে তাদের। ফেডারেশনের সভাপতি বলেন, ‘শুধুমাত্র মাঠে খেলা ফেরালেই আমরা রাজস্ব হারানো এড়াতে পারি। নইলে ক্ষতির অঙ্ক ৭০ কোটি ইউরো ছাড়িয়ে  যেতে পারে। ইতিমধ্যেই ৫০ কোটি ইউরোশ ক্ষতি হয়েছে।’

সর্বশেষ খবর